স্পোর্টস ডেস্কঃ নানা আলোচনা-সমালোচনা শেষে অবশেষে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের চূড়ান্ত সূচি প্রকাশ করা হয়েছে। এদিকে 'বক্সিং ডে' টেস্ট মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডেই হবে বলে নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আগামী ২৭ নভেম্বর তিন ম্যাচের ওয়ানডে সিরিজের মধ্য দিয়ে ভারত-অস্ট্রেলিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই শুরু হবে। তারপর ৪ ডিসেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আর বর্ডার-গাভাস্কার ট্রফির চার টেস্টের সিরিজ শুরু হবে ১৭ ডিসেম্বর। বিদেশের মাটিতে প্রথমবারের মতো দিন-রাতের টেস্ট খেলবে কোহলির দল। ইতোমধ্যে, সিরিজের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে ভারতীয় দল। ওয়ানডে ক্রিকেটের সহ অধিনায়ক রোহিত শর্মার জায়গা হয়নি টেস্ট দলে। আইপিএল শেষে আরব আমিরাত থেকেই সোজা অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে পাড়ি দেবে ভারতীয় দল। ১২ নভেম্বর সিডনিতে পৌঁছাবে তারা। তবে, ভারতীয় ক্রিকেটারদের বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। কোয়ারেন্টিন শিথিল করতে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের করা আবেদন মানেনি ক্রিকেট অস্ট্রেলিয়া। আর করোনা টেস্টের পরপরই ক্রিকেটাররা যাতে অনুশীলন করতে পারেন সেই ব্যবস্থাও করা হবে বলে জানায় ক্রিকেট অস্ট্রেলিয়া।