স্পোর্টস ডেস্কঃ প্রেসিডেন্টস কাপের পর পাঁচ দলের অংশগ্রহণে কর্পোরেট টি-টোয়েন্টি লিগের জন্য প্রস্তুত হচ্ছে বিসিবি। এই টুর্নামেন্ট শেষে উইন্ডিজদের সঙ্গে সিরিজ খেলার ব্যাপারে দুই বোর্ডের সঙ্গে কথা চলছে বলে জানিয়েছেন, বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। বুধবার (২৮ অক্টোবর) গণমাধ্যমকে তিনি এ সকল তথ্য জানান। তিনি বলেন, আমরা ৫ দল নিয়ে একটি খেলার আয়োজন করবো। এটিও আমাদের পরিকল্পনার একটি অংশ। এরপর আইসিসির এফটিপি অনুযায়ী উইন্ডিজের সাথে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের কথা রয়েছে। তাদের বোর্ডের সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে। আমরা তাদেরকে করোনাকালীন পরিকল্পনা পাঠিয়ে দেবো।