স্পোর্টস ডেস্কঃ ইতালি থেকে জয় নিয়ে ফিরলো বার্সেলোনা। রোনালদো বিহীন য়্যুভেন্তাসকে ২-০ গোলে হারিয়েছে তারা। বেশ কিছু সহজ সুযোগ নষ্ট করা কাতালানদের হয়ে গোল দু'টি করেছেন মেসি ও ডেম্বেলে। অন্যদিকে, লাল কার্ড ও ভি.এ.আরের অভিশাপে ঘরের মাঠে হতাশাই সঙ্গী হয়েছে য়্যুভেন্তাসের।লিওনেল মেসির বিপক্ষে অ্যালিয়েঞ্জ স্টেডিয়ামের লড়াইয়ে শামিল হতে না পারার যন্ত্রণায় পুড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো৷ করোনা টেস্টে ৩ দফায় পজিটিভ ফলাফল ভক্তদেরও করেছে নিরাশ। তবে, সিআরসেভেনের অনুপস্থিতি ক্লাব বার্সেলোনার জন্য স্বস্তিরই। যদিও য়্যুভেন্তাসের মাঠে ম্যাচের শুরুতেই আতোয়াঁ গ্রিজম্যানের বারপোস্ট কাঁপানো শটে স্বস্তির কিছু ছিলোনা।তুরিনের ডি-বক্সে কাতালানদের আধিপত্য। ১৪ মিনিটে ওসমান ডেম্বেলের গোলে আক্রমণ পায় পূর্ণতা। ক্লাব সভাপতির পদ থেকে সদ্য পদত্যাগ করা হোসে মারিয়া বার্তোমিউয়ের সঙ্গে যুদ্ধে জয়ী মেসির জাদুকরী পারফরম্যান্সের অপেক্ষায় ছিলেন ভক্তরা। কিন্তু, জালের ঠিকানা হঠাৎ যেন ভুলে গেছেন আর্জেন্টাইন তারকা।