News71.com
 Sports
 29 Oct 20, 11:00 AM
 490           
 0
 29 Oct 20, 11:00 AM

মাত্র আধঘন্টায় র‍্যাশফোর্ডের হ্যাটট্রিক।। ম্যানইউ'র বড় জয়

মাত্র আধঘন্টায় র‍্যাশফোর্ডের হ্যাটট্রিক।। ম্যানইউ'র বড় জয়

স্পোর্টস ডেস্কঃ হ্যাটট্রিক করাকে যেন ডালভাত বানিয়ে ফেললেন মার্কাস র‍্যাশফোর্ড! ম্যানচেস্টার ইউনাইটেডের মাত্র ২২ বছর বয়সী এই ফরোয়ার্ড হ্যাটট্রিক করতে নিলেন আধঘন্টারও কম সময়! তার অবিশ্বাস্য এমন কীর্তিতে বড় জয় পেয়েছে তার দলও। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে জার্মান ক্লাব লিপজিগের বিপক্ষে বড় জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। মার্কাস রাশফোর্ডের হ্যাটট্রিকে ৫-০ গোলে জিতেছে রেড ডেভিলরা। ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে লিপজিগের ওপর শুরু থেকেই চড়াও হয়ে খেলতে থাকে ম্যান ইউনাইটেড। জায়ান্টদের বেশ কয়েক দফা প্রতিহত করে জার্মান ক্লাবটি। তবে, ২১ মিনিটে গ্রিনউডকে রুখতে পারেনি তারা। পগবার অ্যাসিস্টে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সর্বকনিষ্ঠ ইংলিশ ফরোয়ার্ড হিসেবে গোল করেন তিনি। ১-০ গোলের লিড নিয়েই প্রথমার্ধ্ব শেষ করে ওলে গানার সোলশায়ারের দল। তবে, ৬৩ মিনিটে বদলী হিসেবে নেমে ম্যাচের চিত্র পাল্টে দেন র‍্যাশফোর্ড। কিছুটা পরিবর্তন এনে ৪-২-৩-১ ফর্মেশনে খেলতে থাকে রেড ডেভিলরা। ৭৪ মিনিটে ব্রুনো ফার্নান্দেসের অ্যাসিস্টে লিড দ্বিগুণ করেন র‍্যাশফোর্ড। ৫ মিনিট পর আবারও স্কোরশিটে নাম ওঠান তিনি। ৮৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন অ্যান্থনি মার্শিয়াল। ম্যানইউ'র লিড হয় ৪-০। তবে তখনো যে গোলক্ষুধা মেটেনি র‍্যাশফোর্ডের! ম্যাচের অতিরিক্ত সময়ে আরো একটি গোল করেন তিনি। তার হ্যাটট্রিকে, চ্যাম্পিয়ন্স লিগে ব্যাক-টু-ব্যাক জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার ইউনাইটেড।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন