স্পোর্টস ডেস্কঃ করিম বেনজেমা এবং ভিনিসিয়াস জুনিয়র, রিয়াল মাদ্রিদের আক্রমণভাগে কোচ জিদানের প্রধান দুই সেনানী। অথচ সতীর্থের বিরুদ্ধে বেনজেমার অভিযোগ, ভিনিসিয়াস তাদের বিপক্ষে খেলছেন! তাও আবার আরেক সতীর্থের কাছেই এমন অভিযোগ করলেন ফরাসী তারকা।এল ক্ল্যাসিকোতেও বেশ কয়েকটি সহজ সুযোগ হাতছাড়া করেছেন ভিনিসিয়াস। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বরুশিয়া মনশেনগ্ল্যাডবাখের বিপক্ষে ম্যাচেও ছন্দে ছিলেন না ব্রাজিলিয়ান তারকা। কোচ জিনেদিন জিদান প্রতি ম্যাচেই এই তরুণ ফরোয়ার্ডকে রাখছেন সেরা একাদশে। তবে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ ভিনিসিয়াস। সব মিলিয়ে তার ওপর বেশ ক্ষুব্ধ বেনজেমা।প্রথমার্ধ্বেই ২-০ গোলে পিছিয়ে ছিল রিয়াল। দ্বিতীয়ার্ধ্বে মাঠে নামার আগে ড্রেসিংরুমের টানেলে স্বদেশি ফেরল্যান্ড মেন্ডিকে বেনজেমা বলছিলেন, ভাই ভিনিসিয়াসের কাছে বল দিস না। আমার মায়ের কসম, সে আমাদের বিপক্ষে খেলছে।স্প্যানিশ গণমাধ্যম টেলেফুট কথাগুলো ধারণ করেছে।মাঠে নামার পর মেন্ডি, বেনজেমা এবং ভিনিসিয়াস একে অপরের দিকে তাকাচ্ছিলেন বারবার।দ্বিতীয়ার্ধ্বে ভিনিসিয়াস মেন্ডিকে ৯টি পাস দেন। অন্যদিকে মাত্র ৩ বার তার কাছে বল পাঠান মেন্ডি।