স্পোর্টস ডেস্কঃ দেরিতে হলেও জাতীয় দলের জন্য নিরপেক্ষ ও বেতনভুক্ত ম্যানেজার নিয়োগ দেয়ার কথা জানিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন। সেই সঙ্গে সব দিক বিবেচনা করে জাতীয় দলের খেলোয়াড় বাছাইয়ে সিলেকশন কমিটি করার আভাস দিলেন বাফুফে বস। এছাড়া নেপালের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ দিয়েই দেশের ফুটবল মাঠে ফেরার স্বস্তিটাকেই বড় বিষয় বলে মনে করছেন কাজী সালাহউদ্দিন। নেপালের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে সামনে রেখে চলছে জাতীয় দলের ক্যাম্প। যদিও রেওয়াজ অনুযায়ী ক্যাম্পে ডাক পাওয়া ফুটবলাররা ম্যানেজারের কাছে রিপোর্ট করে থাকেন। কিন্তু প্রশ্ন হলো? নেপালের বিপক্ষে ম্যাচের জন্য এখন অবদি কাউকে ম্যানেজার করা হয়নি। জাতীয় দলের ম্যানেজার হিসেবে দীর্ঘদিন ধরেই দায়িত্ব পালন করে আসছেন আবাহনীর ফুটবল ম্যানেজার সত্যজিৎ দাশ রুপু। নির্দিষ্ট একটি ক্লাব কর্মকর্তার হাতে জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব থাকা নিয়ে আলোচনা ও সমালোচনা ছিলো। তবে এবার দেরিতে হলেও জতীয় দলের জন্য নিরপেক্ষ ও বেতনভুক্ত ম্যানেজার নিয়োগ দেয়ার কথা জানিয়েছেন বাফুফে সভাপতি।