News71.com
 Sports
 27 Oct 20, 09:55 PM
 677           
 0
 27 Oct 20, 09:55 PM

এলপিএল থেকে নাম প্রত্যাহার করলেন রাসেল-ডু প্লেসি-মিলাররা।।

এলপিএল থেকে নাম প্রত্যাহার করলেন রাসেল-ডু প্লেসি-মিলাররা।।

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট সূচি ও করোনার অতিরিক্ত নিয়মের বেড়াজালে না থাকতে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) নিজেদের নাম প্রত্যাহার করেলেন আন্দ্রে রাসেল, ফাফ ডু প্লেসি, দাভিদ মালান, ডেভিড মিলার ও মানবিন্দর বিসলার তারকারা।এলপিএলের ড্রাফটের পরেই অবশ্য দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের সীমিত ওভারের সিরিজ চূড়ান্ত হয়। এই সিরিজটি ২৭ নভেম্বর থেকে হবে। আর এলপিএল শুরু ২১ নভেম্বর থেকে। ফলে জাতীয় দলের খেলার জন্য শ্রীলঙ্কা যেতে পারছেন না ডু প্লেসি, মিলার ও মালানরা।মানবিন্দর বিসলার কেন নাম প্রত্যাহার করেছেন সে ব্যাপারে অবশ্য আনুষ্ঠানিক কারণ জানা যায়নি।এদিকে ক্যারিবিয়ান তারকা রাসেল নাম প্রত্যাহার করেছেন চোটের কথা বলে। কিন্তু চোট থাকলেও আইপিএল থেকে এখনও তার ছিটকে যাওয়ার খবর আসেনি। এখনও দলের সঙ্গে আছেন, যেটির মানে খেলার সম্ভাবনাও আছে। আইপিএলে থেকে গেলেও চোটের কারণে এলপিএল থেকে নিজেকে তার এখনই সরিয়ে নেওয়ায় উঠছে প্রশ্ন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন