News71.com
 Sports
 26 Oct 20, 12:36 PM
 481           
 0
 26 Oct 20, 12:36 PM

ঘরের মাঠেই বিপদে জুভেন্তাস।।

ঘরের মাঠেই বিপদে জুভেন্তাস।।

স্পোর্টস ডেস্কঃ ক্রিস্টিয়ানো রোনালদো করোনা আক্রান্ত হওয়ায় তার অনুপস্থিতি ভালোই ভোগাচ্ছে তুরিনের বুড়িদের। সিরিআ’য় শিরোপা ধরে রাখার মিশনে নিজেদের মাঠেই হেল্লাস ভেরোনার কাছে হোঁচট খেয়েছে জুভেন্তাস। আলিয়াঞ্জ স্টেডিয়ামে নাটকীয় ম্যাচটার ১৬ মিনিটেই গোল উৎসব অতিথিদের। বল পাঠিয়েছিলেন সঠিক গন্তব্যে কিন্তু অফসাইডের কারণে এব্রিমা কোলির গোলটা গণনায় ধরেননি রেফারি। ৪১ মিনিটে হুয়ান কুয়াদরাদোর ডুড়োপাল্লাড় শট পোস্টে না আটকালে চিত্র হতে পারতো ভিন্ন। তবে জুভদের মন ভেঙেছে ভিএআর। বিরতির ঠিক আগে আলভারো মোরাতার গোলটা বাতিলের খাতায় দেন রেফারি।

দ্বিতীয়ার্ধের ৬০মিনিটে ভাঙে ডেডলক। ছক কষা আক্রমণে লিড পায় ভেরোনা। মাত্তিয়ার অ্যাসিস্টটা জালবন্দি করেন ইতালিয়ান ফরোয়ার্ড আন্দ্রেয়া ফাভিল্লি। ৭৭ মিনিটে দলকে সমতায় ফেরান কুলুসেভস্কি। মোরাতার পাসটাকে গোল পোস্টের ঠিকানায় পৌঁছে দেয় এই সুইডিশ মিডফিল্ডার। প্রতিপক্ষকে কোণঠাসা করে একের পর এক আক্রমণে তটস্থ করে রাখে দিবালা-মোরাতারা।

তবে গোলরক্ষক মার্কো সিলভেস্ত্রির কাছে প্রতিহত হয় সব চেষ্টা। যোগ করা সময়ে দিবালার জোরালো শট ও মোরাতার হেড ফেরান এই ইতালিয়ান। বাঁশি বাজার আগে কুয়াদরাদোর শটটাও পরাস্ত মার্কোর কাছে। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয়েছে টানা নয়বারের লিগ চ্যাম্পিয়নদের। ৫ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের ৫ নম্বরে উঠে এল পিরলোর দল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন