News71.com
 Sports
 26 Oct 20, 12:27 PM
 465           
 0
 26 Oct 20, 12:27 PM

সফলভাবে প্রেসিডেন্টস কাপ শেষে স্বস্তিতে বিসিবি সভাপতি।।

সফলভাবে প্রেসিডেন্টস কাপ শেষে স্বস্তিতে বিসিবি সভাপতি।।

স্পোর্টস ডেস্কঃ করোনা মহামারিতে টুর্নামেন্ট খেলতে গিয়ে কোনো ক্রিকেটার আক্রান্ত হয় কি না, সেই শঙ্কা ছিলো। কিন্তু, শেষ পর্যন্ত বায়ো-বাবল বজায় রেখে সফলভাবে প্রেসিডেন্টস কাপ সম্পন্ন করতে পারায় স্বস্তিতে আছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। নতুনদের পাশাপাশি জাতীয় দল থেকে বাদ পড়া বেশ কিছু ক্রিকেটারের পারফরম্যান্সে সন্তুষ্ট তিনি। বোর্ড সভাপতি আরও জানান, কর্পোরেট লিগের ৫ দলের জন্য স্পন্সরদের সঙ্গে কথা এগোচ্ছে। প্রেসিডেন্টস কাপের পুরস্কার বিতরণী অনুষ্ঠান, অথচ প্রেসিডেন্ট নেই- তা তো হয়না। সবার অনুরোধেই নাকি সম্মত হয়েছেন বিসিবি সভাপতি। করোনা পরীক্ষা করিয়ে বিকেলে নেগেটিভ সনদ নিয়ে, তবেই এলেন মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে। সামনের দুই বছর আন্তর্জাতিক ক্রিকেটে হোম ও অ্যাওয়ে'তে মহা ব্যস্ততা রয়েছে। করোনা পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, বায়ো-বাবলের জালে কতদিন আটকা থাকতে হবে, জানেনা কেউ। সেটারই রিহার্সাল হয়ে গেলো প্রেসিডেন্টস কাপে। বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, 'ওরা বললো যে, ট্রফি দিতে হবে আমাকে। তাই করোনা পরীক্ষা করালাম। বিকেলে ৫টা ২০'এ নেগেটিভ রেজাল্ট হাতে পেয়েছি। তারপর এলাম। সবসময় একটা ভয় ছিলো, এই টুর্নামেন্ট করতে গিয়ে কোনো ক্রিকেটার যদি আক্রান্ত হয়। তবে, সেটা ভালোভাবেই হলো। আন্তর্জাতিক ক্রিকেটে যখন খেলবে তখন বায়ো-বাবলের সঙ্গে যাতে খাপ খাইয়ে নিতে পারে, সেজন্যই আমরা আসলে এটা করতে চেয়েছি।'

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন