News71.com
 Sports
 25 Oct 20, 12:50 PM
 971           
 0
 25 Oct 20, 12:50 PM

দারুণ জয় পেল কলকাতা নাইট রাইডার্স।।

দারুণ জয় পেল কলকাতা নাইট রাইডার্স।।

স্পোর্টস ডেস্কঃ আইপিএলে দিনের প্রথম ম্যাচে দারুণ জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। দিল্লি ক্যাপিটালসকে তারা হারিয়েছে ৫৯ রানের ব্যবধানে। আগে ব্যাট ৬ উইকেটে ১৯৪ রান করে শাহরুখের দল। জবাবে, ১৩৫ রানে থামে দিল্লির ইনিংস। এ জয়ে পয়েন্ট টেবিলের ৫ নম্বরে উঠে আসায় প্লে অফের আশা জিয়ে রাখলো কলকাতা। আবুধাবিতে টস হেরে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি কলকাতা। দলীয় ৪২ রানের মাথায় ৩ উইকেট হারিয়ে ফেলে তারা। তবে, ওপেনার নিতেশ রানা দলের রানার চাকা সচল রেখে যাচ্ছিলেন। তাকে দারুণ সঙ্গ দেন সুনিল নারাইন। নিতেশ রানার ৮১ আর সুনিল নারাইনের ৬৪ রানের ওপর ভর করে ৬ উইকেটে ১৯৪ রানের সংগ্রহ পায় কলকাতা। জবাব দিতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় দিল্লি। সেই ধাক্কা আর সামাল দিয়ে উঠতে পারেনি তারা। অধিনায়ক শ্রেয়াস আয়ারের ৪৭ রান ছাড়া বাকিরা হয়েছেন ব্যর্থ। আর তাই ১৩৫ রানে থেমেছে দিল্লি ক্যাপিটালসের ইংনিস। ১০ ম্যাচে কলকাতার পয়েন্ট ১২ আর এক ম্যাচ বেশি খেলে দিল্লির পয়েন্ট ১৪।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন