স্পোর্টস ডেস্কঃ ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটিকে রুখে দিলো ওয়েস্টহ্যাম ইউনাইটেড। লন্ডনে হ্যামারদের সাথে ১-১ গোলে ড্র করেছে সিটিজেনরা। এদিকে বুন্দেস লিগায় লেওয়ানডস্কির দুর্দান্ত হ্যাটট্রিকে ফ্রাঙ্কফুর্টকে ৫-০ গোলে উড়িয়ে দিলো বায়ার্ন মিউনিখ। লন্ডন স্টেডিয়াম বরাবরই অপ্রতিরোধ্য ছিলো ম্যানচেস্টার সিটি। গার্দিওলা দায়িত্ব নেয়ার পর এই মাঠে ৯টি ম্যাচেই জয়ের হাসি হেসেছিলো সিটিজেনরা। তবে এবার দশম জয়ের লক্ষ্যে মাঠে নেমেও শেষ পর্যন্ত ওয়েস্টহ্যামের সাথে ড্র নিয়ে হোঁচট খেয়েছে ম্যানচেস্টার সিটি। অথচ ম্যাচের শুরুতেই আক্রমনাত্নক ফুটবল খেলে সিটিজেনরা। আগুয়েরো-রাহিম স্টার্লিং-মাহারেজদের সাজানো আক্রমণভাগ প্রতিপক্ষের গোলরক্ষককে পরাস্ত করতে ব্যর্থতার পরিচয় দেয়। স্রোতের বিপরীত ধারায় আক্রমণের পসরা সাজায় ওয়েস্টহ্যাম। ১৮ মিনিটে আন্তনিওর চোখ জুড়ানো সাইড ভলি খুঁজে নেয় জালের ঠিকানা। তাতেই লিড নেয় হ্যামাররা। সমতায় ফিরতে মুহুমর্হ আক্রমণ সিটিজেনদের। প্রথমার্ধের যোগ করা সময়ে সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হলে পিছিয়ে থেকে বিরতিতে যায় ম্যানসিটি। বিরতির পর সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে পেপ গার্দিওলার দল। যেখানে আগুয়েরোর বদলী হিসেবে মাঠে নামেন ফোডেন। তাইতো ৫১ মিনিটে কানসেলোর অ্যাসিস্টে ফিল ফোডেনের দারুন গোলে সমতায় ফিরে ম্যানচেস্টার সিটি।