স্পোর্টস ডেস্কঃ চেন্নাই সুপার কিংসকে ১০ উইকেটে হারিয়ে আসরে সপ্তম জয় পেয়েছে মুম্বাই ইন্ডিয়ানস। আগে ব্যাট করে ৯ উইকেটে ১১৪ রান তোলে চেন্নাই। জবাবে, ডি কক ও ইশান কিশানের দায়িত্বশীল ব্যাটিংয়ে বড় জয় পায় মুম্বাই।শারজায় টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে চেন্নাই সুপার কিংস। মুম্বাইয়ের পেসারদের বিধ্বংসী বোলিংয়ে ৩০ রানেই ৬ উইকেটে হারিয়ে কোনঠাসা হয়ে পড়ে ধোনী বাহিনী। এরপর দলীয় ৪৩ রানে শূন্য হাতে ফেরেন দিপক চাহার। তবে এক প্রান্ত আগলে রেখে ফিফটি তুলে নেন স্যাম কুরান। ব্যক্তিগত ৫২ রানে বোল্টের শিকার হন এই ইংলিশ অলরাউন্ডার। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১১৪ রান তুলতে সক্ষম হয় চেন্নাই। জবাবে, শুরুটা দারুণ হয় মুম্বাই ইন্ডিয়ান্সের। দুই ওপেনার ডি কিক ও কিশান দেখে শুনে খেলে পাওয়ার প্লেতে ৫২ রান তোলেন। এরপর এই দুই ব্যাটসম্যানের চার ছক্কার ফুলঝুরিতে জয়ের আভাস পায় পোলার্ডের দল। ডি ককের ৪৬ ও কিশানের ৬৮ রানের ইনিংসে, ৪৬ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় মুম্বাই ইন্ডিয়ানস। এই জয়ে ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে উঠে এসেছে মুম্বাই।