News71.com
 Sports
 21 Oct 20, 07:40 PM
 486           
 0
 21 Oct 20, 07:40 PM

ফুটবল।। হার দিয়ে আসর শুরু পিএসজির

ফুটবল।। হার দিয়ে আসর শুরু পিএসজির

স্পোর্টস ডেস্কঃ হার দিয়ে আসর শুরু করলো গেল বারের ফাইনালিস্ট পিএসজি। নিজেদের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ২-১ গোলে হেরেছে দ্যা প্যারিসিয়ানরা। পিএসজি আর ম্যানচেস্টার ইউনাইটেডের শেষ ম্যাচ দুটির কথা মনে আছে? এক মৌসুম আগে ওল্ড ট্রাফোর্ডে প্রথম পর্বে ইউনাইটেডকে ২-০ গোলে হারের তিক্ততা দেয়ার পর, ফিরতি পর্বে পার্ক দেস প্রিন্সেসে গিয়ে ৩-১ গোলে পিএসজির দূর্গ গুড়িয়ে দিয়ে আসে রেড ডেভিলরা। একই মাঠে যেন শেষ থেকে শুরু। দ্যা প্যারিসিয়ানদের গেল বারের ফাইনাল হারের বেদনা মোছার মিশনও যে এটি।ইংলিশ জায়ান্টদের বিপক্ষে দলে চার পরিবর্তন এনে ৪-৩-৩ ফরম্যাটে দল সাজায় কোচ থমাস টাচেল। নেইমার-এমবাপ্পেদের নিয়ে ঘরের মাঠে শক্তিশালী দলটা অবশ্য ম্যাচের ২০ মিনিটেই ভুল করে। মার্শিয়ালকে ফাউল করে বসলে পেনাল্টি পায় রেড ডেভিলরা। নাভাস গোল ফিরিয়েও দেয়। কিন্তু গোল লাইন অতিক্রম করার দায়ে ভিএআরের কল্যাণে আবারো পেনাল্টি পায় অতিথিরা। এবার আর ভুল করলেন না ব্রুনো ফার্নান্দেজ।

নিজেদের মাঠে গোল খেয়ে যেন কিছুটা ছন্দে ফেরার চেষ্টা করে দ্যা প্যারিসিয়ানরা। তবে, বিরতিতে যেতে হয়েছে পিছিয়ে থেকেই।বিরতির পর ৫৫ মিনিটে আসে কাঙ্খিত সাফল্য। তবে পিএসজি গোল দিতে পারেনি। নেইমারের কর্নারের মাথা ছুঁইয়ে গোল দেয় অ্যান্থনি মার্শিয়াল। ১-১ গোলের সমতা।৫৮ মিনিটে জোড়া আক্রমণ ম্যানচেসটার ইউনাইটেডের। তবে রাশফোর্ড-ব্রুনো ফার্নানন্দেজদের লক্ষ্য কখনো নাভাস ও পিএসজির রক্ষণ ভাগের কল্যাণে ঠিকানা খুঁজে পায়নি।৬৯ মিনিটে সোলশায়ার মাঠে নামায় পল পগবাকে। তাতে দলের আক্রমণে গতি আসে। গোটা পাচেক আক্রমণ চালায় প্যারিসিয়ানদের দূর্গে। তবে সবই হয়ে যায় ব্যর্থ। কিন্তু ভাগ্য সাহসীদের পক্ষে। চাপে রাখাটা কাজে দেয়। ৮৭ মিনিটে দারুন এক গোলে রেড ডেভিলদের লিড এনে দেন মার্কাস রাশফোর্ড। উত্তেজনার রেনু ছড়িয়ে পড়ে পার্ক দে প্রিন্সেসে। শেষ মুহূর্তের গোল আর শোধ করতে পারেনি পিএসজি। নিজেদের মাঠে শেষ ম্যাচের মত এবারো হার মেনে নিতে হয় থমাস টাচেলকে। তাতে ২-১ গোলের জয় নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে দারুন শুরু ঐতিহ্যবাহী ম্যানচেস্টার ইউনাইটেডের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন