News71.com
 Sports
 21 Oct 20, 07:32 PM
 414           
 0
 21 Oct 20, 07:32 PM

আইপিএল থেকে ছিটকে গেলেন ব্রাভো।।

আইপিএল থেকে ছিটকে গেলেন ব্রাভো।।

স্পোর্টস ডেস্কঃ আইপিএল থেকে ছিটকে গেলেন চেন্নাই সুপার কিংসের ক্যারিবীয় পেসার ডোয়াইন ব্রাভো। কুচকির ইনজুরির কারণে এবারের আসরে আর খেলা হচ্ছে না এ বোলারের।চেন্নাই সুপার কিংসের প্রধান নির্বাহী কর্মকর্তা কাশি বিশ্বনাথ ক্রিকইনফোকে নিশ্চিত করেছেন এ খবর। তিনি জানান, 'ডান কুচকিতে ইনজুরির কারণে লম্বা সময় মাঠের বাইরে থাকতে হবে তাকে। দু'একদিনের মধ্যে আরব আমিরাত ছেড়ে নিজ দেশে ফিরে যাবেন ব্রাভো।'শনিবার (১৭ অক্টোবর) দিল্লি ক্যাপিট্যালসের বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েন ব্রাভো। এর কারণে সে ম্যাচে বোলিংয়ে নিজের কোটাও পূরণ করতে পারেননি তিনি। তিন ওভার বল করেছিলেন ব্রাভো। তিন ওভার বোলিং ২৩ রান খরচায় নিয়েছিলেন ১টি উইকেট।ইনজুরির কারণে রাজস্থান রয়্যালসের বিপক্ষে পরের ম্যাচে খেলতে পারেননি ৩৭ বছর বয়সী ক্যারিবিয় এই বোলার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন