News71.com
 Sports
 19 Oct 20, 11:51 AM
 963           
 0
 19 Oct 20, 11:51 AM

বিসিবি'র নির্বাচক প্যানেলে আসছে নতুন সদস্য॥

বিসিবি'র নির্বাচক প্যানেলে আসছে নতুন সদস্য॥

স্পোর্টস ডেস্কঃ দ্রুতই বিসিবি'র নির্বাচক প্যানেলে যুক্ত হতে যাচ্ছে আরও একজন সদস্য। মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমনের সঙ্গে যোগ দেয়ার দৌড়ে এগিয়ে অভিজ্ঞ আব্দুর রাজ্জাক। আলোচনায় আছেন শাহরিয়ার নাফিসও। দীর্ঘদিন ধরে পদটি ফাঁকা থাকায় শূন্যস্থান পূরণে তৎপর বিসিবি।গেলো এক দশকে নিয়মিত সামর্থ্যের প্রমাণ দিয়ে বিশ্ব ক্রিকেটে সমীহ আদায় করেছে টাইগার ক্রিকেট। তামিম-মুশফিকদের সঙ্গে প্রতিপক্ষকে দুমড়ে মুচড়ে দিয়েছেন সৌম্য-লিটনরা। আনকোড়া মুস্তাফিজ কিংবা প্রশিক্ষিত শান্ত-আফিফ-নাইমরা সমৃদ্ধ করেছেন পাইপলাইন। অক্লান্ত পরিশ্রমে খনি থেকে হীরক সন্ধান করে আনেন যে জোহরীরা, তাদের দিকেও রাখতে হবে খেয়াল।প্রধান নির্বাচকের পদ থেকে ফারুক আহমেদ সরে আসার পর থেকেই গুরু দায়িত্ব পালন করে আসছেন মিনহাজুল আবেদীন নান্নু। তার কাঁধে কাঁধ মিলিয়ে আসছেন হাবিবুল বাশার সুমনও। ডিপিএল, এনসিএল কিংবা বিসিএল; দুটো ম্যাচ ভেন্যুতে থেকে ক্রিকেটারদের পারফরম্যান্স যাচাই করেন দুই সাবেক টাইগার অধিনায়ক। তবে তিনটা ম্যাচ থাকলেই একটা ম্যাচে থাকেনা কোনো নির্বাচকের চোখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন