News71.com
 Sports
 16 Oct 20, 10:12 AM
 497           
 0
 16 Oct 20, 10:12 AM

১ নভেম্বর থেকে দলবদল শুরু॥ফেডারেশন কাপ ফুটবল মাঠে গড়াবে ১৯ ডিসেম্বর

১ নভেম্বর থেকে দলবদল শুরু॥ফেডারেশন কাপ ফুটবল মাঠে গড়াবে ১৯ ডিসেম্বর

স্পোর্টস ডেস্কঃ বাফুফে পেশাদার লিগ কমিটির সভায় খেলোয়াড়দের পারিশ্রমিক ৩৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। নতুন মৌসুমের দলবদল শুরু হবে ১ নভেম্বর। আর ১৯ ডিসেম্বর মাঠে গড়াবে মৌসুমের প্রথম টুর্নামেন্ট ফেডারেশন কাপ। এছাড়া, বিদেশি চারজন খেলোয়াড় খেলতে পারবেন বলেও সিদ্ধান্ত নিয়েছে বাফুফে।গত ৩ অক্টোবর অনুষ্ঠিত ভোটে বাফুফের নির্বাহী কমিটি নির্বাচিত হওয়ার পর এই প্রথম কোন সভার আয়োজন করা হয়েছে। কমিটির সভায় নতুন মৌসুমের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সময় বাফুফের সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ছিলেন জাতীয় ও ক্লাব পর্যায়ের খেলোয়াড়রাও।সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে, ফুটবলের নতুন মৌসুমের দলবদল শুরু হবে ১ নভেম্বর। আর শেষ হবে ১৫ ডিসেম্বর। খেলোয়াড়দের রেজিস্ট্রেশন শেষ হওয়ার চারদিন পর ১৯ ডিসেম্বর মাঠে গড়াবে মৌসুমের প্রথম টুর্নামেন্ট ফেডারেশন কাপ।সভায় নতুন মৌসুমে ১ এশিয়ানসহ চারজন বিদেশি রেজিস্ট্রেশনের অনুমোদন দেয়া হয়েছে। চারজনই এক ম্যাচে খেলতে পারবেন। প্রিমিয়ার লিগ কয়টি ভেন্যুতে হবে, তা পরের সভায় সিদ্ধান্ত হবে। তার আগে ৬ ভেন্যু পরিদর্শন করা হবে।গত মৌসুমের চুক্তিবদ্ধ ফুটবলারদের পুরনো ক্লাবেই খেলতে হবে। তবে সমঝোতার মাধ্যমে ক্লাব পরিবর্তন করতে পারবেন তারা। ২৯ অক্টোবরের মধ্যে ক্লাবগুলো যে খেলোয়াড়দের ছেড়ে দেবে, তাদের নাম জানিয়ে দিতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন