News71.com
 Sports
 15 Oct 20, 10:27 AM
 471           
 0
 15 Oct 20, 10:27 AM

ফুটবল ॥ বিশ্বকাপ ফাইনালে হারের শোধ নিতে পারলো না ক্রোয়েশিয়া

ফুটবল ॥ বিশ্বকাপ ফাইনালে হারের শোধ নিতে পারলো না ক্রোয়েশিয়া

স্পোর্টস ডেস্কঃ রাশিয়া বিশ্বকাপ ফাইনালে হারের শোধ তুলতে পারলোনা ক্রোয়েশিয়া। ফ্রান্সের বিপক্ষে আবারও হেরেছে তারা। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ক্রোয়াটদের ২-১ গোলে হারিয়েছে ফরাসিরা। ফ্রান্সের হয়ে গোল দু'টি করেছেন গ্রিজম্যান ও এমব্যাপ্পে।মস্কোর স্মৃতি ঘুরেফিরে আসছিলো জাগরেবে। ২০১৮'তে লুঝনিকিতে ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপের ট্রফি উঁচু করে ধরেছিলো ফ্রান্স। এবারের মঞ্চটা একেবারেই আলাদা। কিন্তু, স্তাদিও ম্যাকসিমিরের লড়াইয়ে রাশিয়া বিশ্বকাপের ফাইনালের গল্প উঠলোই।একটু একটু করে দর্শক ফিরছে মাঠে। পুরোটা সময় গ্যালারি মাতিয়ে রাখেন তারাই। কিন্তু, স্বাগতিকদের হতাশ করে শুরুতেই লিড নিয়ে নেয় ফ্রান্স। নিখুঁত ফিনিশিংয়ের পর এই উদযাপন আতোয়াঁ গ্রিজম্যানকেই তো মানায়।স্বাগতিক দর্শকদের হতাশা বাড়ে। শুরু থেকেই তো চাপে ক্রোয়াটরা। ১৫ মিনিটে লিডটা প্রায় দ্বিগুণ করেই ফেলেছিলো ফরাসিরা। এমব্যাপ্পে সহজ সুযোগ হারানোয় সে যাত্রা রক্ষা।ধীরে ধীরে গুছিয়ে ওঠে মদ্রিচরা। ৩০ মিনিটে প্রথমবারের মতো গোলের সুযোগ তৈরি করেছিলো তারা। তবে, ফ্রেঞ্চ গোলরক্ষক হুগো লরিসের নৈপুণ্যে প্রতিহত হতে হয়।ডি-বক্সের বাইরে থেকে গ্রিজম্যানের ফ্রি কিক থেকে আরও একদফা লিড বাড়ানোর সুযোগ এসেছিলো সফররতদের সামনে। লেংলেট মাথা ছোঁয়ালেও বল জালের ঠিকানা খুঁজে পায়নি।দ্বিতীয়ার্ধে বেশ খানিকটা সময় অতিবাহিত হয়। অবশেষে আসে সাদা-লালদের মাহেন্দ্রক্ষণ। ভ্লাসিচের গোলে ম্যাচে আসে সমতা।ব্লুদের আক্রমণ অব্যাহত থাকে। ৭৬ মিনিটে ক্রোয়েশিয়ার ডি-বক্সে হামলা চালান পগবা-গ্রিজম্যানরা। তবে, ফল আসে ৩ মিনিট পর। পগবার বুদ্ধিদীপ্ত পাসে পা ছোঁয়ান ডিন। গুলির বেগে ছুটে স্কোর করেন এমব্যাপ্পে। অন্তিম মুহূর্তে গোল শোধে মরিয়া হয়ে ওঠে ক্রোয়েশিয়া। বেশ কয়েক দফা ফ্রান্সের রক্ষণভাগের পরীক্ষা নিয়েছে তারা। তবে, বারবার বাধা হয়ে দাঁড়িয়েছেন গোলরক্ষক লরিস। শেষ পর্যন্ত জয়ী ফরাসিরাই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন