স্পোর্টস ডেস্কঃ পাকিস্তান দলের প্রধান নির্বাচকের পদ থেকে অব্যাহতি নিচ্ছেন মিসবাহ উল হক। গণমাধ্যমের দাবি, বুধবার (১৪ অক্টোবর) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেবেন তিনি।মিসবাহ একইসঙ্গে পাকিস্তান দলের দুটি দায়িত্ব পালন করছিলেন। হেড কোচের পাশাপাশি প্রধান নির্বাচক হিসেবেও দায়িত্ব পালন করে আসছিলেন মিসবাহ। তবে এ নিয়ে ছিলো নানা সমালোচনা। অবশেষে একটি পদ ছাড়ার পরিকল্পনা নিয়েছেন মিসবাহ। প্রধান নির্বাচকের পদ ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করে যাবেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক।গেল বছর মিকি আর্থার দায়িত্ব ছাড়ার পর মিসবাহকে নিয়োগ দেয় দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। দায়িত্ব নেয়ার এক বছরের মাথায় প্রধান নির্বাচকের পদ থেকে সরে যাচ্ছেন তিনি।