News71.com
 Sports
 14 Oct 20, 06:27 PM
 598           
 0
 14 Oct 20, 06:27 PM

ফুটবল॥ইকুয়েডরের কাছে পরাস্ত সুয়ারেজরা

ফুটবল॥ইকুয়েডরের কাছে পরাস্ত সুয়ারেজরা

স্পোর্টস ডেস্কঃ লাতিন আমেরিকার বাছাইপর্বের আরেক ম্যাচে হোঁচট খেয়েছে উরুগুয়ে। ইকুয়েডরের কাছে ৪-২ গোলে হেরেছে লুইস সুয়ারেজরা।ইকুয়েডরের বিপক্ষে ১৫ মিনিটেই হোঁচট খায় উরুগুয়ে। নিজেদের মাঠে গোল করে দলকে লিড এনে দেন কাইসেদো। অনেকটা সময় ম্যাচের স্কোর থাকে একই। অবশেষে প্রথমার্ধ্বের যোগ করা সময়ে এসত্রাদার গোলে লিড দ্বিগুণ করে ইকুয়েডর।দ্বিতীয়ার্ধ্বে ফিরে আক্রমণে আরো ধার বাড়ায় স্বাগতিকরা। ৫২ মিনিটে জোড়া গোল পূরণ করেন এসত্রাদা। তাতে ইকুয়েডরের স্কোর দাঁড়ায় ৩-০। এরপর ৭৫ মিনিটে প্লাটার গোলে ৪-০ গোলের লিড পায় ইকুয়েডর। ততক্ষণে হারের শঙ্কায় উরুগুয়ে।শঙ্কা শেষ পর্যন্ত সত্যি হয়েছেও। হেরেছে অস্কার তাবারেজের দল। মাঝে ৮৪ মিনিট আর যোগ করা সময়ে দুটি পেনাল্টি গোলে উরুগুয়ের হয়ে ব্যবধান কমান দলের তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন