স্পোর্টস ডেস্কঃ ইগার ঠান্ডা মাথার পেশাদারীত্ব মনোভাবই তাকে ফ্রেঞ্চ ওপেন জেতায় বড় ভূমিকা রেখেছে বলে জানা কোচ পিউতর সেইজপোতোস্কি। অন্যদিকে, সামনের টুর্নামেন্টের জন্য ইগাকে আরো কঠোর পরিশ্রম করার পরামর্শ দিয়েছেন তিনি। এছাড়া, সেন্ট পিটার্সবাগ ওপেনে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন স্ট্যান ওয়ারেঙ্কা, ইভগনি ডন্সকয় ও ক্যামেরুন নোরি।ইতিহাসের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে এবারের ফ্রেঞ্চ ওপেন নারী এককের শিরোপা জিতেছেন ইগা সুইয়াটেক। ফাইনালে যুক্তরাষ্ট্রের সুফিয়া কেনিনকে ৬-৪ ও ৬-১ গেমে হারিয়ে ক্লে কোর্টের মুকুট পড়েন ১৯ বছর বয়সি এই টেনিসার।১৯ বছরেই ইগার মধ্যে রয়েছে দারুন ঠান্ডা মাথার পেশাদারীত্ব মনোভাব। যা তার সাফল্যের মূল অস্ত্র। আর ইগার ফ্রেঞ্চ ওপেন জয়ে এই পেশাদারীত্ব মনোভাব অনেক বড় ভূমিকা রেখেছে বলে মনে করেন তার কোচ পিউতর সেইজপোতোস্কি।কোচ পিউতর সেইজপোতোস্কি বলেন, ইগা একজন ঠান্ডা মাথার পেশাদার খেলোয়াড়। সে জানে কিভাবে পেশাদারীত্ব বজায় রাখতে হয়। ফ্রেঞ্চ ওপেন জয়ে সে অনেক আনন্দিত। তবে এত কিছুর পরও তার ব্যবহারে কোন পরিবর্তন আসেনি। তার মাথা এখনো অনেক ঠান্ডা রয়েছে।ফ্রেঞ্চ ওপেন জেতাই ইগার জন্য যথেষ্ট নয়। তাই সামনের টুর্নামেন্টগুলোর জন্য আরো কঠোর পরিশ্রম করে ইগাকে প্রস্তুত হওয়ার পরামর্শ দিয়েছেন তার ২৮ বছর বয়সি এই কোচ।