News71.com
 Sports
 13 Oct 20, 09:15 PM
 714           
 0
 13 Oct 20, 09:15 PM

বাস্কেটবল॥ বঙ্গবন্ধু ফেডারেশন কাপের ফাইনালে নৌবাহিনী ও বিমানবাহিনী

বাস্কেটবল॥ বঙ্গবন্ধু ফেডারেশন কাপের ফাইনালে নৌবাহিনী ও বিমানবাহিনী

স্পোর্টস ডেস্কঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে হওয়া ‘বঙ্গবন্ধু ফেডারেশন কাপ বাস্কেটবল টুর্নামেন্ট ২০২০’-এর ফাইনালে উঠেছে বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ বিমানবাহিনী।মঙ্গলবার (১৩ অক্টোবর) ধানমণ্ডি বাস্কেটবল জিমনেশিয়ামে প্রথম সেমিফাইনালে দি গ্রেগস ক্লাবকে ১১৪-৪২ পয়েন্টে উড়িয়ে দিয়েছে নৌবাহিনী। অন্য সেমিফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর যোশে ফাইটস ক্লাবকে ৫৭-৫২ পয়েন্টে হারিয়েছে বিমানবাহিনী। ফাইনালে উঠার পথে নৌবাহিনী ও বিমানবাহিনী দুই দলই টানা চার জয় নিয়ে অপরাজিত রয়েছে। আগামী বৃহস্পতিবার ফাইনালে মুখোমুখি হবে দুই দল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন