News71.com
 Sports
 13 Oct 20, 06:32 PM
 523           
 0
 13 Oct 20, 06:32 PM

আইপিএল॥গেইলকে ছাড়িয়ে গেলেন ডি ভিলিয়ার্স

আইপিএল॥গেইলকে ছাড়িয়ে গেলেন ডি ভিলিয়ার্স

স্পোর্টস ডেস্কঃ কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে জ্বলে উঠেছিলেন সাবেক দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। কলকাতার বোলারদের ওপর রীতিমতো ঝড় বইয়ে দিয়েছেন তিনি। প্রমাণ করেছেন এখনো ফুরিয়ে যাননি। এমন পারফরম্যান্সের পর জয় পেয়েছে তার দলও। কলকাতাকে ৮২ রানে হারিয়েছে ব্যাঙ্গালুরু। এই জয়ে লিগের পয়েন্ট টেবিলের তিন নম্বরে উঠে এসেছে তারা। কলকাতাকে হারানোর দিনে ৫ চার ও ৬ ছক্কায় ৩৩ বলে ৭৩ রানের ঝড়ো ইনিংস খেলেছেন ভিলিয়ার্স। দানবীয় ইনিংস খেলে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জিতে নেন এই প্রোটিয়া ব্যাটসম্যান। আর এতেই ছাড়িয়ে গেছেন ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইলকে। এর আগে আইপিএল ইতিহাসে সর্বোচ্চ ম্যান অব দ্য ম্যাচের রেকর্ডটি ছিল গেইলের দখলে। কলকাতার বিপক্ষে ম্যাচের পর সেটি নিজের করে নিয়েছেন ডি ভিলিয়ার্স। এখন পর্যন্ত ২২ বার ম্যাচসেরার পুরস্কার জিতেছেন তিনি। গেইল ম্যাচসেরা হয়েছেন ২১ বার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন