News71.com
 Sports
 13 Oct 20, 05:07 PM
 1107           
 0
 13 Oct 20, 05:07 PM

১৩ বারের মতো ফেঞ্চ ওপেন জিতলেন নাদাল॥

১৩ বারের মতো ফেঞ্চ ওপেন জিতলেন নাদাল॥

স্পোর্টস ডেস্কঃ রাফায়েল নাদাল। ভাগ বসিয়েছেন রজার ফেদেরারের ২০টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের পাশে। সদ্যই রেকর্ড ১৩ বারের মত ফ্রেঞ্চ ওপেন জিতে এই অনন্য কীর্তি গড়েছেন এই স্প্যানিশ তারকা। সেজন্য সুইস তারকা ফেদেরার তাকে অভিনন্দনও জানিয়েছেন নিজের টুইটার অ্যাকাউন্টে। এদিকে, বরাবরের মত এবারো ফ্রেঞ্চ ওপেনের শিরোপাটা স্পেশাল হয়ে থাকবে বলে জানান নাদাল।আধুনিক টেনিস বিশ্বে পুরুষদের মধ্যে এখন আর বলা যাবে না কে এগিয়ে। বলতে হবে কারা এগিয়ে? কারণ এতদিন ২০টি গ্র্যান্ড স্ল্যাম জিতে একাই যে জায়গা দখল করে ছিলেন। এবার সেই রজার ফেদেরারের পাশে ভাগ বসালেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল। সদ্যই ফ্রেঞ্চ ওপেন জিতে এই কীর্তি গড়েছেন আসরের ১৩ বারের চ্যাম্পিয়ন।বিশ্বসেরা টেনিস তারকা নোভাক জকোভিচের সঙ্গে দ্বৈরথটা পুরোনো। তাই টেনিস বিশ্ব এক মহারণ দেখার অপেক্ষায় ছিলো বৈকি। কিন্তু এদিন যেনো আপন শক্তিতে জ্বলে উঠেছিলেন ক্লে কোর্টের রাজা। সরাসরি সেটে জকোকে হারিয়ে উঁচিয়ে ধরেছেন প্রিয় শিরোপাটা। তাইতো জকোর বিপক্ষে ফাইনাল জিতে বেশ আত্মতৃপ্তিতেই ভুগছেন রাফা।সদ্যই ফ্রেঞ্চ ওপেনজয়ী চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল বলেন, ফ্রেঞ্চ ওপেনের এবারের ফাইনালটা আমার কাছে অসাধারণ মনে হয়েছে। আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে খেলেছি, যতটুকু খেলা দরকার ছিলো ম্যাচে। আর সেজন্য আমি নিজেকে নিয়ে গর্বিত। আমার মনে হয় আত্মতুষ্টি সবচেয়ে বড় ব্যাপার। আর সে আত্মতুষ্টি আমি আমার খেলায় পেয়েছি। তবে, ফ্রেঞ্চ ওপেন আমার কাছে সব সময় স্পেশাল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন