News71.com
 Sports
 12 Oct 20, 11:18 AM
 488           
 0
 12 Oct 20, 11:18 AM

আন্তর্জাতিক ম্যাচে প্রথমবার হ্যাটট্রিক পেলেন হালান্দ ।।

আন্তর্জাতিক ম্যাচে প্রথমবার হ্যাটট্রিক পেলেন হালান্দ ।।

স্পোর্টস ডেস্কঃ হ্যাটট্রিক শব্দটি খুব পরিচিত আর্লিং ব্রট হালান্দের। ক্লাব ক্যারিয়ারে হরহামেশা এই কাজ করে ২০ বছর বয়সী এই ফরোয়ার্ড ওঠে এসেছেন আলোচনায়।বয়সভিত্তিক ও ক্লাব ক্যারিয়ারে হ্যাটট্রিক করলেও এতদিন একটা জায়গায় তা থেকে বঞ্চিত ছিলেন হালান্দ। এবার তাও পূরণ করলেন বরুসিয়া ডর্টমুন্ড তারকা। আন্তর্জাতিক ম্যাচে প্রথমবারের মতো পেলেন তিন গোলের দেখা। হালান্দের দুর্দান্ত হ্যাটট্রিকে নেশন্স লিগে ‘বি’ গ্রুপের ম্যাচে রোমানিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে নরওয়ে। ডর্টমুন্ড স্ট্রাইকার গোল তিনটি করেছেন ১৩, ৬৪ ও ৭৪তম মিনিটে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন