News71.com
 Sports
 11 Oct 20, 10:23 AM
 510           
 0
 11 Oct 20, 10:23 AM

কোহলির ব্যাটে আইপিএলে ব্যাঙ্গালোরের চতুর্থ জয়।।

কোহলির ব্যাটে আইপিএলে ব্যাঙ্গালোরের চতুর্থ জয়।।

স্পোর্টস ডেস্কঃ জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। চেন্নাইস সুপার কিংসকে তারা হারিয়েছে ৩৭ রানে। প্রথমে ব্যাট করে ভিরাট কোহলির ঝড়ো ব্যাটিংয়ে ৪ উইকেটে ১৬৯ রান তোলে ব্যাঙ্গালোর। জবাবে ৮ উইকেট হারিয়ে ১৩২ রানে থামে চেন্নাইয়ের ইনিংস। টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ১৩ রানেই অ্যারন ফিঞ্চের উইকেট হারায় তারা। দ্বিতীয় উইকেটে পাদিক্কাল এবং ভিরাট কোহলি তোলেন ৫৩ রান। পাদিক্কাল আউট হন ৩৩ রান করে। এরপর এবি ডি ভিলিয়ার্স ও ওয়াশিংটন সুন্দর ভালো না করলেও অন্যপ্রান্তে একাই লড়াই চালিয়ে যান কোহলি। তার ব্যাটিং দৃঢ়তায় স্কোর বোর্ডে ১৬৯ রান তোলে আরসিবি। ৫২ বল খেলে ভিরাট করেন ৯০ রান। জবাব দিতে নেমে ভালো শুরু হয়নি চেন্নাই সুপার কিংসেরও। দ্রুতই আউট হন ফাফ ড্র প্লেসি ও শেন ওয়াটসন। রাইডু ও জাগাদিসান দ্বিতীয় উইকেটে প্রতিরোধ গড়লেও, তা এগুয়োনি বেশিদুর। রাইডু করেন ৪২ আর জাগাদিসানের ব্যাট থেকে আসে ৩৩ রান। শেষ দিকে বাকিরা আস্থার প্রতিদান দিতে না পারলে ১৪২ রানে থামে চেন্নাইয়ের ইনিংস। ফলে ৩৭ রানের জয় তুলে নেয় ব্যাঙ্গালোর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন