স্পোর্টস ডেস্কঃ জয় দিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব শুরু করলো ব্রাজিল। বলিভিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সেলেসাওদের হয়ে জোড়া গোল করেন রবার্তো ফিরমিনো। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বে চিলির কাছে হার দিয়ে শুরু হলেও, ১৮ ম্যাচে ১২ জয় নিয়ে সবার আগে বিশ্বকাপ মঞ্চে জায়গা করে নেয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। এবার বলিভিয়ার বিপক্ষে দাপুটে ফুটবল খেলে জয় দিয়েই বাছাইপর্বের মিশন শুরু করলো সেলেসাওরা।সাও পাওলেতে বলিভিয়ার বিপক্ষে নিজেদের সেরা দল নিয়েই মাঠে নামে ব্রাজিল। কোচ তিতের ফরমেশনটা ছিলো ৪-৪-৩। যেখানে ইনজুরির শঙ্কা কাটিয়ে ম্যাচের শুরুর একাদশে নেইমার। স্বস্তির পরশ ব্রাজিলিয়ান শিবিরে। সেই সঙ্গে বল নিজেদের দখলে নিয়ে ক্যাসিমিরো-ফিরমিনো-এভারটনের ছন্দময় ফুটবল। মুহুমুর্হ আক্রমণে নাস্তানাবুদ বলিভিয়ার ডিফেন্স। সেই সুযোগটাকেই কাজে লাগালো সেলেসাওরা। ১৬ মিনিটে ডেনিলোর ক্রস থেকে মার্কিনিয়োসের দুর্দান্ত হেডে বল জালে জড়ালে এগিয়ে যায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।আবারও মধ্যমাঠ থেকে আক্রমণ ভাগ আধিপত্য ব্রাজিলের। প্রতিপক্ষের রক্ষণদুর্গে একের পর এক আক্রমণে কাঁপন ধরিয়ে দেয় নেইমার বাহিনী। তাইতো ম্যাচের ৩০ মিনিটে ব্যবধান বাড়ায় সেলেসাওরা। রেনান লদির বাড়ানো বলে জালের ঠিকানা খুঁজে নেন রবার্তো ফিরমিনো। যদিও বলিভিয়া গোলের তেমন একটা সুযোগ তৈরি করতে না পারলে, ২ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় তিতের শিষ্যরা।
বিরতির পরও যেনো ব্রাজিলিয়ান ঝলক। কোচ তিতের ছকে বলিভিয়ানদের ডি বক্সে সেলেসাওদের ঝড়। ৪৯ মিনিটে নেইমারের অ্যাসিস্টে নিজের দ্বিতীয় গোল করেন ফিরমিনো। স্কোর লাইন দাঁড়ায় ৩-০।বিরতির পরও যেনো ব্রাজিলিয়ান ঝলক। কোচ তিতের ছকে বলিভিয়ানদের ডি বক্সে সেলেসাওদের ঝড়। ৪৯ মিনিটে নেইমারের অ্যাসিস্টে নিজের দ্বিতীয় গোল করেন ফিরমিনো। স্কোর লাইন দাঁড়ায় ৩-০।এরপর ৬৬ মিনিটে কারাসকোর আত্মঘাতী গোলে আবারো ব্যবধান বাড়ে স্বাগতিকদের। ৭ মিনিট পরই নেইমারের পাসে অতিথিদের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন ফিলিপ কৌতিনহো। শেষ পর্যন্ত আর গোল না হলে দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।