News71.com
 Sports
 16 Jun 16, 07:17 PM
 562           
 0
 16 Jun 16, 07:17 PM

আগামি ২৪ জুন ভারতের নতুন ক্রিকেট কোচের নাম ঘোষণা করবে বিসিসিআই।

আগামি ২৪ জুন ভারতের নতুন ক্রিকেট কোচের নাম ঘোষণা করবে বিসিসিআই।

স্পোর্টস ডেস্ক: ভারতের ক্রিকেট কোচ হওয়ার জন্য ইতোমধ্যে আবেদন পত্র জমা পড়েছে অর্ধশতাধিক। কে হচ্ছেন দলটির কোচ? উত্তর পাওয়া যাবে ২৪ জুন। সেদিন ধর্মশালায় বসছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ওয়ার্কিং কমিটির মিটিং।

১ বছর হতে চলল ভারতীয় দলে কোনও কোচ নেই। ‘টিম ডিরেক্টর’ নামে একটা পদ তৈরি করে রাখা হয়েছিল। অস্থায়ী কোচ দিয়েই বেশ চলে যাচ্ছিল তাদের। এবার স্থায়ী কোচ নিয়োগের উদ্যোগ নিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।

আর এই চাকরির জন্য এখনও পর্যন্ত ৫৭ জন আবেদন করেছেন। ভারতের কোচ হওয়ার জন্য স্টুয়ার্ট ল, ডেভ হোয়াটমোর, ভেঙ্কটেশ প্রসাদ, বলবিন্দর সিংহ সান্ধু, ঋষিকেশ কানিতকর-সহ আবেদন করেছেন অনেক বড় বড় নামের ব্যক্তি।

আবেদনের শেষ তারিখ ছিল ১০ জুন। বোর্ডের তরফে বলা হয়েছে, ৫৭ জন রয়েছেন প্রাথমিক তালিকায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন