স্পোর্টস ডেস্কঃ বিশ্বসেরার তকমাটা এখনও গায়ে জড়িয়ে আছেন নোভাক জকোভিচ। ১৭ টি গ্র্যান্ড স্ল্যাম ঝুলিতে পুড়েছেন। কিন্তু এর মধ্যে ফ্রেঞ্চ ওপেন আছে মাত্র ১টি। এবার অর্জনের তালিকায় আরো একটি ফ্রেঞ্চ ওপেনের ট্রফি যোগ করতে মুখিয়ে আছেন এই সার্বিয়ান। সে লক্ষ্যেই এগুচ্ছেন জকো। এবারের ফ্রেঞ্চ ওপেনে শুরু থেকেই খেলছেন দাপট নিয়ে। তারই ধারাবাহিকতায় এবার ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালে স্পেনের পাবলো ক্যারেনো বুস্তার মুখোমুখি হন জকো। বুস্তার কথা নিশ্চয়ই মনে আছে? ইউএস ওপেনে এই বুস্তার বিপক্ষে ম্যাচেই অনিচ্ছাকৃতভাবে লাইন জাজকে বল দিয়ে আঘাত করার অপরাধে আসর থেকে বাদ পড়ে যান জকো। সেবার বুস্তা ম্যাচটি জিতলেও, এবার আর ভুল করেননি এই সার্বিয়ান। যদিও প্রথম সেটে ভালোই প্রতিরোধ গড়ে ৪-৬ গেমে সেট জেতেন বুস্তা। কিন্তু পরের তিন সেটে এই স্প্যানিশকে আর পাত্তাই দেননি জকো। কিছুটা ইনজুরি শঙ্কা থাকলেও ৬-২, ৬-৩ ও ৬-৪ গেমে সেট জিতে ম্যাচ নিজের করে নেন জকোভিচ। সেই সঙ্গে দশমবারের মত পৌঁছে গেলেন ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে।