News71.com
 Sports
 09 Oct 20, 09:30 AM
 503           
 0
 09 Oct 20, 09:30 AM

মাঠে গড়াচ্ছে নারী ফুটবলারদের পেশাদার লিগ।।

মাঠে গড়াচ্ছে নারী ফুটবলারদের পেশাদার লিগ।।

 

স্পোর্টস ডেস্কঃ সবকিছু ঠিক থাকলে ৭ নভেম্বর মাঠে গড়াবে নারী ফুটবলারদের পেশাদার লিগ। তবে খসড়া সূচী নিয়ে ক্লাবগুলোর আপত্তি থাকলে পরিবর্তনের সুযোগ আছে। নিশ্চিত করেছেন বাফুফে নবনির্বাচিত কমিটির সদস্য মাহফুজা আক্তার কিরণ। লিগে খেলতে ফুটবলাররা ক্লাবে যোগ দিলে ক্যাম্পের ফাঁকা আসনে সুযোগ পাবেন পুলে থাকা অন্য মেয়েরা। আর ক্যাম্পে ফিরে দ্রুতই নিজেদের ফিটনেস পুণরুদ্ধারের প্রত্যয় নারী ফুটবলারদের।নির্বাচনের কারণে বাফুফে ভবন সরগরম ছিল বটে, তবে আক্ষরিক অর্থে ফুটবল পাড়ায় প্রাণের সঞ্চার হলো এবার। নারী ফুটবলাররা ফিরলেন নিজেদের ডেরায়।এতদিন মাঠের বাইরে থাকায় কিছুটা খারাপ লাগাতো ছিলই। তবে চ্যালেঞ্জিং সময়টাকে পিছে ফেলে সামনে এগোতে দৃঢ় সংকল্প বাংলার জয়ীতারা। সেই সঙ্গে প্রাণের মিলন মেলায় ফিরে আপ্লুত মনিকা-নীলারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন