স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএলে দাপুটে জয় পেলো মুম্বাই ইন্ডিয়ান্স। রাজস্থান রয়্যালসকে হারালো ৫৭ রানের বিশাল ব্যবধানে। আগে ব্যাট করতে ৪ উইকেটে ১৯৩ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় মুম্বাই ইন্ডিয়ান্স। জবাবে ১৩৬ রানে গুটিয়ে যায় রাজস্থান।আবুধাবিতে টস জিতে ব্যাট করতে নেমে দারুণ সূচনা পায় মুম্বাই ইন্ডিয়ান্স। ব্যক্তিগত ২৩ রান করে আউট হন ওপেনার কুয়ান্টন ডি কক। তবে, এরপর হাল ধরেন অধিনায়ক রোহিত শর্মা ও সুরাইয়া কুমার ইয়াদফ। রোহিত ৩৫ রানে প্যাভিলিয়নে ফিরলেও, ইয়াদফের ঝড়ো ব্যাটিংয়ের সাথে যোগ হয় হার্দিক পান্ডিয়ার তাণ্ডব। শেষ পর্যন্ত ইয়াদফের ৭৯ আর পান্ডিয়ার ৩০ রানে চড়ে ১৯৩ রানের বিশাল সংগ্রহ পায় মুম্বাই ইন্ডিয়ান্স।জবাব দিতে নেমে, শুরুতেই ধাক্কা খায় রাজস্থান। এ ম্যাচে আবারও ব্যর্থ হন জাসয়াল। টেকেননি স্টিভ স্মিথ, সামস্যাং ও লামরো। দলীয় ৪২ রানে ৪ উইকেট হারিয়ে বেশ বিপাকে পড়ে রাজস্থান। এক বাটলারের ৭০ রানের ইনিংস ছাড়া বলার মতো কেউই প্রতিরোধ গড়তে পারেনি। তাই ১১ বল বাকি থাকতে ১৩৬ রানে গুটিয়ে যায় রাজস্থান রয়্যালস। ৬ ম্যাচে এটি চতুর্থ জয় মুম্বাই ইন্ডিয়ান্সের।