News71.com
 Sports
 07 Oct 20, 11:15 AM
 496           
 0
 07 Oct 20, 11:15 AM

ক্রিকেট॥ এবার টি-টেন আয়োজন করছে শ্রীলঙ্কা

ক্রিকেট॥ এবার টি-টেন আয়োজন করছে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্কঃ আইসিসির পূর্ণ সদস্যপদ প্রাপ্ত প্রথম দেশ হিসেবে ক্রিকেটের সবচাইতে সংক্ষিপ্ত ফরম্যাট টি-টেনের আয়োজক হতে যাচ্ছে শ্রীলঙ্কা। সব ঠিক থাকলে ২০২১ সালে মাঠে গড়াবে টুর্নামেন্টটি।এদিকে, মানকাড আউট নিয়ে এবার ব্যাটসম্যানদের শেষবারের মতো সতর্ক করলেন রবিচন্দ্র অশ্বিন। আর ক্রিকেট ইতিহাসে নতুন কীর্তি গড়ে দারুণ উচ্ছ্বসিত অজি ক্রিকেটার মেগ ল্যানিং। ক্রিকেট বিশ্বের এমনই সব টুকিটাকি খবর নিয়ে সাজানো হয়েছে আমাদের এবারের প্রতিবেদন।বাংলাদেশ সিরিজ গেছে ভেস্তে। কোয়ারেন্টিন ইস্যুতে অনিশ্চয়তায় এসপিএলও। আপাতত নেই আন্তর্জাতিক ব্যস্ত। তাইতো নতুন করো পরিকল্পনা সাজাচ্ছে লঙ্কান ক্রিকেট বোর্ড। ভাবনায় আনছে রদবদল।এবার ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট টি-টেনের আয়োজক হওয়ার পরিকল্পনা দেশটির। এ-রি মধ্যে টুর্নামেন্টের একটি রূপরেখাও প্রস্তুত করে ফেলেছে এসএলসি। অংশ নেবে ৬টি দল। খেলা হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। মোট ম্যাচ হবে ১৭টি। করোনাকালের কথা মাথায় রেখে টুর্নামেন্টটি হবে ডাম্বুলা আর পাল্লেকেলে এই দুইটি ভেন্যুতে।প্রত্যেক দলে খেলবেন ১৬ ক্রিকেটার। তবে বিশ্বের কোভিড পরিস্থিতি উন্নতি না হলে টুর্নামেন্টটি হবে পারে শুধুমাত্র লোকালদের নিয়ে। তবে শেষ পর্যন্ত বিদেশিদের প্রাপ্তির জন্য অপেক্ষা করবে এসএলসি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন