স্পোর্টস ডেস্কঃ মেসি-রোনালদোর মত আলোচনায় না থাকলেও, নিরবেই নিজের সেরাটা খেলতে চান রবার্ট লেওয়ানডস্কি। নতুন মৌসুমে বায়ার্ন মিউনিখকে বুন্দেস লিগার পাশাপাশি উপহার দিতে চান চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি। উয়েফার বর্ষসেরা পুরস্কার জয় নিজের আত্মবিশ্বাস আরো বাড়িয়ে দিয়েছে বলে মনে করেন লেওয়ানডস্কি।গেল মৌসুমে সব ধরণে প্রতিযোগিতা মিলিয়ে ৪৭ ম্যাচে করেছেন ৫৫ গোল। ইউরোপ সেরার মঞ্চ চ্যাম্পিয়ন্স লিগে আরো উজ্জ্বল। ১৫টি গোল করে হয়েছেন সর্বোচ্চ গোলদাতা। ফুটবল প্রেমীরা এতক্ষণে নিশ্চই বুঝে গেছেন বলা হচ্ছে পোল্যান্ড স্ট্রাইকার রবার্ট লেওয়ানডস্কির কথা। বায়ার্ন মিউনিখের হয়ে গেল মৌসুমে দুর্দান্ত খেলেছেন ৩২ বছর বয়সী এই তারকা। বাভারিয়ানদের ট্রেবল জয়ে সামনে থেকে লড়েছেন এই ট্রাইকার। তার ফলও পেয়েছেন উয়েফার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়ে।ক্যারিয়ারের চমৎকার এই অর্জনের স্বীকৃতি এরইমধ্যে পেয়েছেন লেওয়ানডস্কি। নতুন মৌসুমটাও দারুণভাবে শুরু করেছেন পোলিশ এই তারকা। তিন ম্যাচের দুটিতেই জিতেছে বায়ার্ন। শেষ ম্যাচেতো হার্থা র বিপক্ষে একাই লেওযানডস্কি করেছেন চার গোল। নতুন মৌসুমে বায়ার্নের হয়ে আরো গোল করতে চান তিনি। ছাড়িয়ে যেতে চান আগের আসরকে।