স্পোর্টস ডেস্কঃ বরুশিয়া ডর্টমুন্ডকে ৩-২ গোলে হারিয়ে জার্মান সুপার কাপে চ্যাম্পিয়ন হলো বায়ার্ন মিউনিখ। এ নিয়ে অষ্টমবারের মতো এ আসরের শিরোপা জিতলো বাভারিয়ানরা। এদিকে, লা লিগায় টানা দ্বিতীয় জয়ে কক্ষপথে ফিরেছে রিয়াল মাদ্রিদ। এবার ভায়াদোলিদকে ১-০ গোলে হারিয়েছে তারা। এই জয়ে পয়েন্ট টেবিলে তিনে উঠে এসেছে মাদ্রিদিস্তানরা।হ্যান্সি ফ্লিকের এখন পৌষ মাস। বছর খানেক আগেও তাকে ক'জনই বা চিনতো! কিন্তু, ঘড়ির কাঁটা ঘুরতেই বদলে গেছে সব। করোনাভাইরাসে নাকাল পৃথিবীতেও সুখের অন্ত নেই ৫৫ বছর বয়সী কোচের। গেলো মৌসুমের ট্রেবল জয়ের তৃপ্তি লেগে আছে চোখে। আর উয়েফা সুপার কাপের পর জার্মার সুপার কাপেরও ট্রফি জিতে এবারের মৌসুমের শুরুটাও দুর্দান্ত বায়ার্ন মিউনিখ কোচের।বুন্দেসলিগায় হফেনহেইমের কাছে হেরে, জয়রথ থেমেছিলো ফ্লিক বাহিনীর। এ ম্যাচের আগে কিছুটা স্নায়ুচাপে ছিলো বাভারিয়ানরা। যদিও ডর্টমুন্ডের বিপক্ষে ম্যাচে দ্রুতই লিড নেয় তারা। ১৮ মিনিটে গোল করেন তোলিসো।ঘরের মাঠ অ্যালিয়েঞ্জ অ্যারেনায় ব্যবধান বাড়াতে সময় নেয়নি বায়ার্ন। ৩২ মিনিটে স্কোর করেন থমাস মুলার। তবে, প্রথমার্ধের বিরতির আগে একটি গোল শোধ করে সফরকারীরা।চ্যাম্পিয়ন্স লিগ জয়ীদের ছেড়ে কথা বলেনি ডাই বরুশেনরা। ৫৫ মিনিটে আরলিং হল্যান্ডের গোলে ডর্টমুন্ড সমতায় ফিরলে, জমে ওঠে ম্যাচ।