স্পোর্টস ডেস্কঃ কিংস ইলেভেন পাঞ্জাবকে হারিয়ে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিলো রোহিত শর্মার দল। মুম্বাইয়ের দেয়া ১৯২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৪৩ রানেই থেমে যায় পাঞ্জাব। ফলে ৪৮ রানের দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা। জেমস প্যাটিনসন, হার্দিক পান্ডিয়া, জাসপ্রিত বুমরাহ ও রাহুল চাহারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে আবারো হারের তিক্ততা পেলো প্রীতি জিনতার দল।লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই মন্থর গতির ব্যাটিং করতে থাকে পাঞ্জাবের ব্যাটসম্যানরা। লোকেশ রাহুল, মায়াঙ্ক আগরওয়াল- আগের দুই ম্যাচের দুই সেঞ্চুরিয়ান। এই ম্যাচে ছিলেন খুবই স্লো। লোকেশ রাহুল ১৯ বল খেলে করেন ১৭ রান। আগরওয়ালের ব্যাট থেকে আসে ১৮ বলে ২৫ রান।ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন নিকোলাস পুরান। ২৭ বলে তিনি করেন ৪৪ রান। গ্লেন ম্যাক্সওয়েল করেন ১১ রান।শেষ পর্যন্ত ৮ উইকেটে পাঞ্জাবের রানের চাকা থামে ১৪৩ রানে।মুম্বাইয়ের হয়ে প্যাটিনসন, বুমরাহ এবং রাহুল চাহার নেন ২টি করে উইকেট।