News71.com
 Sports
 02 Oct 20, 09:55 AM
 532           
 0
 02 Oct 20, 09:55 AM

'এম আর ১৫'–এর উদ্যোগে দলের সবাইকে মাস্ক উপহার দিলেন মুশফিক ।।

'এম আর ১৫'–এর উদ্যোগে দলের সবাইকে মাস্ক উপহার দিলেন মুশফিক  ।।

 

স্পোর্টস ডেস্কঃ করোনা থেকে সুরক্ষায় মাস্ক অপরিহার্য। করোনাকালে যার চাহিদা বেড়েছে কয়েকগুণ। একরকম নিয়ম হয়ে দাঁড়িয়েছে মাস্ক পরা। ব্যতিক্রম নয় বাংলাদেশ দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও কর্মকর্তারাও। সবার আগে চাই স্বাস্থ্যবিধি মেনে চলা। তাই প্রয়োজন সচেতনতা। নিয়মিত মাস্ক পরিধান করা। গতকাল বৃহস্পতিবার (১ অক্টোবর) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দলের সবাইকে দেখা গেল একসঙ্গে মাস্ক পরে ছবি তুলতে। সবাই একসঙ্গে মাস্ক পরেছেন একটি বিশেষ কারণে। এই মাস্ক ছিল মুশফিকের দেয়া সবার জন্য উপহার। 

 

 

নিজের ফাউন্ডেশন 'এম আর ১৫'–এর উদ্যোগে মাস্ক তৈরি করে দলের সবাইকে উপহার দিয়েছেন মুশফিকুর রহিম। অনুশীলনের আগে সতীর্থরা সেটি ব্যবহার করলেন, মাস্ক পরে ছবিও তুললেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন