News71.com
 Sports
 01 Oct 20, 06:49 PM
 600           
 0
 01 Oct 20, 06:49 PM

উইমেন্স নারী টি-২০ চ্যালেঞ্জে খেলার সুযোগ পেলেন জাহানারা-সালমা ।।

উইমেন্স নারী টি-২০ চ্যালেঞ্জে খেলার সুযোগ পেলেন জাহানারা-সালমা ।।

 

স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ নারী ক্রিকেট দলের আরেকটি সাফল্য। উইমেন্স নারী টি-টোয়েন্টি চ্যালেঞ্জে খেলার সুযোগ পেলেন দুই টাইগ্রেস জাহানারা আলম ও সালমা খাতুন। আগামী ৪ নভেম্বর শুরু হয়ে ৯ নভেম্বর আসরটি শেষ হবে। ভারতের এই টি-২০ আসরটি আইপিএলের আদলে মাঠে গড়ায় ২০১৮ সাল থেকে। করোনা মহামারীর কারণে এবারে দুবাই উইমেন্স টি-টোয়েন্টি তৃতীয় আসর অনুষ্ঠিত হবে। দ্বিতীয় আসরে খেলে দারুণ পারফরমেন্স করে নজর কেড়েছিলেন জাহানারা আলম।

 

 

এবারই প্রথম বারের মতো সুযোগ পেয়েছেন বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সালমা খাতুন। এ ব্যাপারে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই বাংলাদেশ ক্রিকেট বোর্ডর সাথে যোগাযোগ করেছে। তবে, বাংলাদেশের এই দুই ক্রিকেটারের দল এখনো নিশ্চিত হয়নি। সালমা খাতুনের পারিশ্রমিকের ব্যাপারটি এখনো জানা না গেলেও জাহানারা আলম ম্যাচ প্রতি আড়াই হাজার ডলার পাবেন। বাংলাদেশ ও শ্রীলঙ্কা থেকে সমান দু'জন করে আর ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ থেকে তিনজন ক্রিকেটার খেলবে বলে জানা গেছে। অক্টোবরের তৃতীয় সপ্তায় আসরে অংশ নেয়া ক্রিকেটাররা দুবাইয়ে পৌঁছাবেন। এরপর কয়েক দফা করোনা টেস্টের পর মাঠের লড়াইয়ে নেমে পড়বেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন