News71.com
 Sports
 01 Oct 20, 10:19 AM
 531           
 0
 01 Oct 20, 10:19 AM

জয় দিয়ে জকোভিচের আসর শুরু।।

জয় দিয়ে জকোভিচের আসর শুরু।।

স্পোর্টস ডেস্কঃ ক্লে কোর্টে জয় দিয়ে আসর শুরু করলো নোভাক জকোভিচ। সুইডিশ তারকা মাইকেল ইমেরকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন নাম্বার ওয়ান টেনিস তারকা।ফ্রান্সের রোল্যা গ্যারোতে ম্যাচের শুরু থেকেই নোভাকের অভিজ্ঞতার কাছে পাত্তা পায়নি অখ্যাত মাইকেল। প্রথম সেট হারেন ৬-০ গেমে। দ্বিতীয় সেটেও ন্যুনতম প্রতিদ্বন্দ্বীতা গড়তে পারেনি সুইডিশ তারকা।জকোর ফোরহ্যান্ডের দাপটে ২য় সেটও হারেন ৬-২ গেমে। শেষ সেটে কিছুটা প্রতিদ্বন্দ্বীতা গড়েছিল ইমের। কিন্তু ১৮ টি গ্রান্ড স্লামের মালিক নোভাক শেষ সেটেও জেতেন ৬-৩ গেমে। তাতে ফ্রেঞ্চ ওপেনে সহজেই প্রথম রাউন্ড উতরে গেলেন সার্বিয়ান তারকা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন