স্পোর্টস ডেস্কঃ লঙ্কান প্রিমিয়ার লিগের প্রাথমিক নিলামে রাখা হয়েছিলো সাকিব আল হাসানসহ বাংলাদেশের কয়েকজন ক্রিকেটারকে। তবে সিরিজ সংক্রান্ত ঝামেলায় দুই বোর্ডের মতানৈক্যের কারণেই হয়তো এবার নিলাম থেকে বাংলাদেশি ক্রিকেটারদেরকে বাদ দিয়েছে আয়োজকরা। এর আগে, সিরিজ স্থগিতের দিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, আসরটিতে খেলতে কাউকে ছাড়পত্র দেবে না বোর্ড।বাংলাদেশের বিপক্ষে সফর পেছানোর পর, এবার নিজেদের টি-টোয়েন্টি লিগটাকেও পিছিয়ে দিলো শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। কোয়ারেন্টিন ঝামেলা মেটাতে, সরকারের নির্দেশ মেনে ১৪ নভেম্বরের পরিবর্তে এবার ২১ নভেম্বর নতুন তারিখ নির্ধারণ করেছে এসএলসি। প্লেয়ার ড্রাফট হবে ৯ অক্টোবর। এদিকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে এনওসি দেয়া হবে না জানানোর পর, ড্রাফটের চূড়ান্ত তালিকায় রাখা হয়নি টাইগার ক্রিকেটারদের।কোয়ারেন্টিন, কোয়ারেন্টিন আর কোয়ারেন্টিন। গত কিছুদিন ধরে স্থগিত হয়ে যাওয়া বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের বদৌলতে সবচেয়ে বেশিবার শোনা শব্দ। মিরপুর থেকে কলম্বো, দু'দেশেই এখন সবচেয়ে আলোচিত বিষয় এটিই। যা প্রমাণিত হলো আরো একবার।