News71.com
 Sports
 20 Sep 20, 09:30 PM
 451           
 0
 20 Sep 20, 09:30 PM

ফুটবল॥বার্সেলোনাকে বড় দুঃসংবাদ দিল স্প্যানিশ লিগ কর্তৃপক্ষ

ফুটবল॥বার্সেলোনাকে বড় দুঃসংবাদ দিল স্প্যানিশ লিগ কর্তৃপক্ষ

স্পোর্টস ডেস্কঃ কিকে সেতিয়েনকে বিদায় করে ডাচ কোচ রোনাল্ড কোম্যানকে দায়িত্ব দেয়ার পর থেকে পুরো ক্লাবের চেহারা বদলে ফেলার মিশন নিয়ে নামেন তিনি। শিরোপাহীন মৌসুম কাটানোর পর, ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টায় নামে ক্লাব বার্সেলোনাও। একের পর এক কিনতে চায় ইউরোপের সেরা কয়েকজন ফুটবলারকে। তবে তাদের জন্য এবার চরম দুঃসংবাদই নিয়ে এলো স্প্যানিশ লিগ কর্তৃপক্ষ। দলবদলের চলতি মৌসুমে আর কোনো নতুন ফুটবলার দলে ভেড়াতে পারবেনা বার্সেলোনা। স্প্যানিশ লিগের স্যালারি রুলস অনুযায়ী কোনো নতুন ফুটবলার ভেড়ানোর আগে দলের অন্য কোনো ফুটবলার বিক্রি করতে হবে কাতালান ক্লাবটিকে। শুনতে অবাক লাগলেও, ঘটনা সত্যি। লা লিগার স্যালারি রুলস অনুযায়ী, দলে নতুন কোন ফুটবলার নিতে হলে বার্সাকে বিক্রি করতে হবে দলে থাকা অন্য কোন ফুটবলারকে। গণমাধ্যম দ্যা মিররে এমনটাই খবর প্রকাশ করা হয়েছে। ফলে, টার্গেটে থাকা দুই ডাচ ফুটবলার উইনালডাম আর ডিপেকে দলে ভেড়াতে এতদিন যে প্রয়াস চালিয়ে আসছিলো কাতালানরা, তাতে একরকম পানি ঢেলে দিলো স্প্যানিশ লিগ। এর আগে কাতালানরা চেষ্টা চালিয়ে যাচ্ছিল ইন্টার মিলানের আর্জেন্টাইন ফরোয়ার্ড লওতারো মার্টিনেজকে দলে ভেড়াতে। সেটিও আপাতত সম্ভব হচ্ছে না তাদের পক্ষে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন