News71.com
 Sports
 18 Sep 20, 03:20 PM
 524           
 0
 18 Sep 20, 03:20 PM

ওয়ার্ল্ড অ্যাথলেটিক্সের সাবেক প্রধানের কারাদণ্ড॥

ওয়ার্ল্ড অ্যাথলেটিক্সের সাবেক প্রধানের কারাদণ্ড॥

স্পোর্টস ডেস্কঃ দুর্নীতির অভিযোগে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ফেডারেশনের সাবেক প্রধান লেমিন ডায়াকের ২ বছরের কারাদণ্ড হয়েছে। যা কিছুতেই মেনে নিতে পারছে না তার দেশ সেনেগালের ক্রীড়াপ্রেমী ও নাগরিকরা। তারা বলছে বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন লেমিন। এদিকে, এ রায়ের বিরুদ্ধে আপিল করবে বলে জানান লেমিনের সমর্থকরা।লেমিন ডায়াক। ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ফেডারেশনের সাবেক প্রধান। তার বিরুদ্ধে আনা দুর্নীতির সকল অভিযোগ প্রমাণিত হয়েছে। শাস্তি হিসেবে তাকে দেয়া হয়েছে দুই বছরের কারাদণ্ড।ফ্রান্সে তার শাস্তি ঘোষণা হয়। রাশিয়ান অ্যাথলেটদের যখন ডোপিং এর অপরাধে নিষিদ্ধ করার কথা ছিলো। তখন তিনি তার পদে থেকেও তা এড়িয়ে গেছেন। অভিযোগ ওঠে, এই অপরাধ ঢাকতে তখন ঘুষ খেয়েছিলেন তিনি। এছাড়াও আরো অনেক দুর্নীতির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। তাই ৮৭ বছর বয়সেও এই শাস্তি পেতে হলো তাকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন