
স্পোর্টস ডেস্কঃ চেলসির হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিততে চান জার্মান ফুটবলার কাই হ্যাভার্টজ। টিমো ওয়ানের সঙ্গে এবার হ্যাভাটর্জে পেয়ে বেশ খুশি ক্লাবটির সমর্থকরা। এদিকে, গ্যারেথ বেলের টটেনহ্যামে যাওয়ার খবরে বেশ খুশি কোচ হোসে মরিনিয়ো। ফুটবল ক্যারিয়ারের শুরু থেকেই ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার স্বপ্ন ছিলো জার্মান মিডফিল্ডার কাই হ্যাভার্টজের স্বপ্ন এবার পূরণ করেছে চেলসি। এরইমধ্যে ব্লু'দের হয়ে অভিষেকও হয়ে গেছে হাভার্টজের। বায়ার লেভারকুসেন ছেড়ে ৬২ মিলিয়ন ইউরোতে চেলসিতে এসেছেন হাভার্টজ। সঙ্গী হিসেবে হ্যাভার্টজ পেয়েছেন টিমো ওয়ার্নারকে।দলবদলে এবার ইংলিশ ক্লাবগুলোর মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ফুটবলার দলে ভিড়িয়েছে। শুরুটাও হয়েছে ব্রাইটনের বিপক্ষে ৩-১ গোলের জয় দিয়ে। এ দুই ফুটবলারকে ভবিষ্যতে ব্লুদের ট্রাম্পকার্ড হিসেবে দেখছেন সমর্থকরা। হাভার্টজ নিজেও চান ব্লু''দের হয়ে ল্যাম্পার্ডের অধীন শিরোপা জিততে মরিয়া হ্যাভার্টজ।চেলসি ফুটবলার কাই হ্যাভার্টজ বলেন, 'ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিলো ইপিএলে খেলা। চেলসি এসে আমার স্বপ্ন পূরণ হয়েছে। ক্লাবের শিরোপা জয়ে ভূমিকা রাখতে চাই আমি। ছোটবেলা থেকেই আমি ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের খেলা দেখি। সে আমার আদর্শ। তার অধীনে খেলবো এটাই আমার বড় পাওয়া