News71.com
 Sports
 17 Sep 20, 06:30 PM
 560           
 0
 17 Sep 20, 06:30 PM

কৌশলেই সব ফরম্যাটে আলো ছড়াবেন স্পিনাররা॥ মুরালি

কৌশলেই সব ফরম্যাটে আলো ছড়াবেন স্পিনাররা॥ মুরালি

 

স্পোর্টস ডেস্কঃ প্রথাগত অফ স্পিনের চেয়ে লেগ স্পিনাররা বেশি কার্যকর, এমন ধারণার সঙ্গে একেবারেই একমত নন লঙ্কান কিংবদন্তী মুত্তিয়া মুরালিধরন। তার মতে, কৌশল জানা থাকলে টি-টোয়েন্টি কিংবা টেস্ট যে কোন ফর্মেটেই ছড়ি ঘোড়াবে অফ স্পিনাররা। মানকাডিং নিয়েও ক্ষোভ ঝেড়েছেন মুরালি। ক্রিকেটের স্পিরিটের নামে বোলারদের তুলোধুনো করা একেবারেই পছন্দ হচ্ছে না তার।প্রয়োজনে আইন বদলের সুপারিশ মুরালিধরনের। অফ স্পিনার বা ডান হাতি অফব্রেক বোলার। প্রথাগতভাবে তাদের বলগুলো ডানহাতি ব্যাটসম্যানের জন্য ক্রিজে পড়ে ঢুকে যাবে ভেতরের দিকে। এটাই জেনে আসছিলো ক্রিকেট বিশ্ব। কিন্তু, হঠাৎ-ই ক্রিকেট দুনিয়ার আবির্ভাব ঘটে এক জাদুকরী ডেলিভারি, দুসরার। বল ক্রিজে ড্রপ খাওয়ার পর ভেতরে ঢুকে ব্যাটে ছোবল দেয়ার বদলে, লেগ স্পিনারের মতো বের হয়ে যেতে থাকে। বাঁহাতি ব্যাটসম্যানের জন্য যা আরো দুর্বোধ্য।লাইনের বাইরে পরেও, স্টাম্পে চলে আসতে থাকে ডেলিভারিগুলো। বাঘা বাঘা ব্যাটসম্যানরা কুপোকাত হতে থাকে নতুন এ মায়াজালে। সাকলাইন মোস্তাকের হাত ধরে এর জন্ম হলেও, একে আরও বেশি বিধ্বংসী বানিয়েছিলেন লঙ্কান কিংবদন্তী মুত্তিয়া মুরালিধরন। যার প্রমাণ, সাদা পোশাকে ৮০০ উইকেট। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন