News71.com
 Sports
 10 Sep 20, 07:36 PM
 500           
 0
 10 Sep 20, 07:36 PM

আন্তর্জাতিক ফুটবলে শততম গোল॥ রোনালদোকে ফিফা সভাপতির অভিনন্দন  

আন্তর্জাতিক ফুটবলে শততম গোল॥ রোনালদোকে ফিফা সভাপতির অভিনন্দন   

স্পোর্টস ডেস্কঃ শততম গোলের মাইলফলক স্পর্শ করায় এবার ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কাছে থেকেও অভিনন্দন বার্তা পেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেই সাথে বার্সেলোনার অনুশীলনে ফেরায় মেসির প্রশংসাও করলেন ফিফা সভাপতি। এদিকে, পাঁচ বদলি খেলোয়াড় নামানোর নিয়ম আগামী মৌসুম পর্যন্ত বহাল থাকবে, জানিয়েছেন ইনফান্তিনো। ইনজুরির কারণে নেশন্স লিগের প্রথম ম্যাচ খেলতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো। তাই তো শততম গোলের অপেক্ষাটাও বাড়ে সি আর সেভেনের। তবে সুইডেনের বিপক্ষে ফিরলেন রাজকীয়ভাবে। ৩৫ বছর বয়সটাকে স্রেফ সংখ্যা বানিয়ে পা রাখলেন আরেকটি চূড়ায়। ইতিহাসের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে, ট্রেডমার্ক ফ্রি-কিকে জাল খুঁজে নিয়ে পূরণ করেন আন্তর্জাতিক গোলের সেঞ্চুরি।আন্তর্জাতিক অঙ্গনে এমন অসাধারণ অর্জনে প্রশংসার বন্যায় ভাসছেন পর্তুগিজ তারকা রোনালদো। এবার বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কাছে থেকেও অভিনন্দন বার্তা পেলেন আধুনিক ফুটবলের সেরা এই ফুটবলার।ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, 'ক্রিস্টিয়ানো রোনালদো শততম গোলের মাইলফলক স্পর্শ করায় তাকে অভিনন্দন জানাই। ইউরোপীয় খেলোয়াড়দের মধ্যে রোনালদোই প্রথম এই কীর্তি গড়লেন। দলের জন্য সেরাটা দিতে প্রস্তুত সে। আশা করছি ভবিষ্যতে ভক্তদের ভালো কিছু উপহার দেবে রোনালদো।'

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন