News71.com
 Sports
 09 Sep 20, 10:44 AM
 564           
 0
 09 Sep 20, 10:44 AM

আন্তর্জাতিক ফুটবলে ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলের সেঞ্চুরি॥

আন্তর্জাতিক ফুটবলে ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলের সেঞ্চুরি॥

স্পোর্টস ডেস্কঃ আন্তর্জাতিক ফুটবলে গোলের সেঞ্চুরি করে ইতিহাসের দ্বিতীয় ফুটবলার হিসেবে নাম লেখালেন ক্রিশ্চিয়ানো রোনালদো। মঙ্গলবার সুইডেনের বিপক্ষে গোল করে মাইলফলক পূরণ করলেন পর্তুগাল অধিনায়ক। দৃষ্টিনন্দন এক ফ্রি-কিকের মধ্য দিয়ে রোনালদো তার শততম গোল পূরণ করলেন। রোনালদো এই রেকর্ড গড়তে পারতেন ৬ সেপ্টেম্বরেই। কিন্তু সেদিন উয়েফা নেশনস লিগে ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলতে নামেননি। পায়ে আঘাত থাকার কারণে দর্শক হয়ে খেলা দেখতে হয়েছিলো ৩৫ বছর বয়সী এ ফুটবলারকে।১০৯ গোল করে ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে আন্তর্জাতিক গোলের সেঞ্চুরি করেছিলেন ইরানের আলি দাইয়ি। সে হিসেবে রোনালদোর অবস্থান দ্বিতীয় হলেও ইউরোপিয়ানদের মধ্যে তার অবস্থান রয়েছে প্রথমে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন