
স্পোর্টস ডেস্কঃ আরও একটি গ্র্যান্ড স্ল্যাম জয়ের আশা শেষ হয়ে গেল নোভাক জোকোভিচের। ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডের ম্যাচে এক লাইন জাজকে বল দিয়ে আঘাত করে ডিসকোয়ালিফাইড হয়েছেন টুর্নামেন্টের সবচেয়ে ফেভারিট এই সার্বিয়ান টেনিস তারকা।পাবলো ক্যারেনো বুস্তার বিপক্ষে শীর্ষ আটে ওঠার লড়াইয়ে প্রথম সেটে ৬-৫ গেমে পিছিয়ে পড়ে নিজের প্রতি বিরক্ত হয়ে পকেট থেকে একটি বল বের করে হিট করেন, যা গিয়ে লাগে এক লাইন জাজের গলায়। সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়তে দেখা যায় ওই নারী লাইন জাজকে। এ সময় দ্রুত তার দিকে এগিয়ে যান জোকোভিচ এবং ক্ষমা চান। এ ঘটনার পর যুক্তরাষ্ট্রের টেনিস অ্যাসোসিয়েশনের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘যেহেতু তাকে অযোগ্য ঘোষণা করা হয়েছে, তাই জোকোভিচ এবারের ইউএস ওপেনে অর্জন করা সমস্ত র্যাঙ্কিং পয়েন্ট হারাবেন এবং তাকে প্রতিযোগিতায় এখন পর্যন্ত জেতা প্রাইজমানি জরিমানা করা হবে। পাশাপাশি আপত্তিকর ওই ঘটনার জন্য ধার্য করা অন্যান্য জরিমানাও পরিশোধ করতে হবে তাকে।’অনাকাঙ্ক্ষিত এ ঘটনার পর তাকে প্রায় ২ লাখ ৫০ হাজার ডলার জরিমানা গুনতে হতে পারে।