
স্পোর্টস ডেস্কঃ জয় দিয়েই নেশনস লিগের মিশন শুরু করলো গতবারের রানার্সআপ নেদারল্যান্ডস। আমস্টারডামে পোল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে ডাচরা। অন্যম্যাচে, বসনিয়া হার্জেগোভিনার সঙ্গে ১-১ গোলে ড্র করে হোঁচট খেয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। নেশসন লিগের প্রথম আসরে ফাইনালের মঞ্চে পা রেখেও পর্তুগালের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় নেদারল্যান্ডসের। তবে এবার শিরোপা জয়ের লক্ষ্যে শুরুটা বেশ ভালই হয়েছে ডাচদের। প্রত্যাশিত জয়ে দ্বিতীয় আসরের মিশন শুরু করলো লজেস শিষ্যরা।আমস্টারডামের ইয়োহান ক্রুইফ অ্যারেনা। চেনা মাঠ আর চেনা পরিবেশে উজ্জীবিত নেদারল্যান্ডস শিবির। আর গোল মেশিন লেওয়ানডস্কিকে ছাড়াই মাঠে নামে পোল্যান্ড। তারপরও ম্যাচের শুরুতেই আধিপত্য বিস্তার করে অরেঞ্জরা। একের পর এক আক্রমণে প্রতিপক্ষের রক্ষণদূর্গে কাঁপন ধরিয়ে দেয় ডাচরা।ম্যাচের ২১ মিনিটে সুযোগ পায় স্বাগতিকরা। কিন্তু কাঙ্ক্ষিত জালের ঠিকানা খুঁজে পায়নি ডাচ ফরোয়ার্ড এনটন প্রমেস। এরপর প্রথমার্ধের শেষ দিকে মিডফিল্ডার ডি ইয়ংয়ের জোরালো শট ক্রসবারে না লাগলে, এগিয়ে যেতে পারতো স্বাগতিকরা। ফলে প্রথমার্ধ থাকে গোলশূন্য।
বিরতির পরও যেনো ডাচ ঝলক। মুহুমুহু আক্রমণে নাস্তানাবুদ পোল্যান্ড ডিফেন্স। ৬১ মিনিটে ডেডলক ভাঙ্গে ভ্যান ডিকরা। সতীর্থের বাড়ানো বলে প্রতিপক্ষের গোলকিপারকে বোকা বানিয়ে বল জাল জড়ান টটেনহাম হটস্পারে নাম লেখানো তরুণ ফরোয়ার্ড স্টিভেন।তবে পিছিয়ে পড়ে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে পোল্যান্ড। যদিও ডাচ রক্ষণ প্রাচীর ভেদ করতে ব্যর্থ হয় পোলিশ ফরোয়ার্ডরা। শেষ পর্যন্ত আর কোনও গোল না হলে প্রত্যাশিত জয় নিয়ে মাঠ ছাড়ে ডাচরা। অন্যম্যাচে, ফ্লোরেন্সের স্তাদিও ফ্রাঞ্চিতে বসনিয়া হার্জেগোভিনার মুখোমুখি হয় সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। বলের দখল নিয়ে আধিপত্য বিস্তার করে ইতালিয়ানরা। বেশ কয়েকটি সুযোগ পেয়েও গোলের দেখা পায়নি রবার্তো মানচিনির শিষ্যরা। বিপরীতে বসনিয়ার ফরোয়ার্ডরাও গোল মিসের মিছিলে যোগ দেয়। তাই প্রথমার্ধ থাকে গোলশূন্য।বিরতির পরও যেনও একই চিত্র। দু'দলই সুযোগ নষ্ট করে। তবে ৫৭ মিনিটে লিড নেয় অতিথিরা। ফাঁকায় বল পেয়ে ভুল করেননি রোমার ফরোয়ার্ড জেকো। অবশ্য ১০ মিনিট পরই সেন্সির গোলে সমতায় ফেরে ইতালি।শেষ দিকে আক্রমণের পসরা সাজিয়ে ব্যবধান বাড়াতে না পারলে, পয়েন্ট হারাতে হয় মানচিনির শিষ্যদের।