News71.com
 Sports
 05 Sep 20, 01:08 PM
 552           
 0
 05 Sep 20, 01:08 PM

আইপিএলে শুরু হয়েছে নক্ষত্র পতন॥ ধনি- রায়নার পর এবার সরে গেলেন হরভজন সিং

আইপিএলে শুরু হয়েছে নক্ষত্র পতন॥ ধনি- রায়নার পর এবার সরে গেলেন হরভজন সিং

স্পোর্টস ডেস্কঃ এবারের আইপিএল আসরের আগে আলোচনায় করোনাভাইরাস। এর প্রভাবে আসর তো পিছিয়েছে বটেই, মনে ভয় ধরিয়ে দিয়েছে ক্রিকেটারদেরও। আসর শুরুর আগে এর প্রকোপে পড়েছে চেন্নাই সুপার কিংস পুরো টিম। তবে স্বস্তির খবর হলো ক্লাবটির সবাই করোনামুক্ত হয়েছেন। তবে এর মধ্যেই চেন্নাইয়ের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান সুরেশ রায়না আইপিএল থেকে সরিয়ে নিয়েছেন নিজেকে। ফিরে গেছেন দেশে।এবার আরো একটি দুঃসংবাদ শুনতে হলো চেন্নাই সুপার কিংসকে। নতুন করে ধাক্কা খেয়েছে হরভজন সিংয়ের ঘোষণায়। ব্যক্তিগত কারণ দেখিয়ে এবার আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন এই অফ স্পিনার।এর আগে চেন্নাই সুপার কিংসের ব্যাটসম্যান সুরেশ রায়না পারিবারিক কারণ দেখিয়ে নিজেকে আইপিএল থেকে সরিয়ে নিয়েছেন। রায়না দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন। অনেকেই বলছেন, করোনার ভয়ে নিজেকে সরিয়ে নিয়েছেন রায়না। আবার টিম হোটেলে সুইট নিয়ে অসন্তুষ্ট হয়েই দেশে ফিরে গেছেন বলেও আলোচনা উঠেছে। তবে হরভজন ঘোষণা দিয়েছেন আরব আমিরাত না গিয়েই। পাঞ্জাব থেকেই ৪০ বছর বয়সী ভারতের সাবেক ক্রিকেটার এবারের আইপিএল থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা বলেছেন। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, 'চেন্নাই ম্যানেজমেন্টকে আমি এবারের আইপিএল থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা জানিয়ে দিয়েছি। কঠিন পরিস্থিতিতে ব্যক্তিগত কারণে একটা বিরতি নিতে চাচ্ছি।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন