
স্পোর্টস ডেস্কঃ ২০ বছরের বন্ধন ছিন্ন করে বার্সেলোনা ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে চমকে দিয়েছেন লিওনেল মেসি। অনেকের মতো চমকে যাওয়ার তালিকায় আছেন লুকা মদ্রিচও। রিয়াল মিডফিল্ডারের মতে, মেসি ক্যাম্প ন্যু ছাড়লে ‘বিশাল ক্ষতি হবে’। তবে ‘আর্জেন্টাইন ফরোয়ার্ডকে ছাড়াই লা লিগা চলতে পারবে’ বলে মত তার। ক্যারিয়ারে ২১বার মেসির মুখোমুখি হয়েছেন মদ্রিচ এবং ২০০৮ সালের পর ক্রিস্টিয়ানো রোনালদো ছাড়া একমাত্র খেলোয়াড় হিসেবে ব্যালন ডি’অর জয়ে মেসিকে হারানোর কীর্তিও আছে তার। ফলে এই ক্রোয়েশিয়ান ফুটবলার ভালো করেই জানেন মেসির বার্সা ছেড়ে যাওয়ার মানে কি দাঁড়াবে। বার্তা সংস্থা ‘এএফপি’কে মদ্রিচ বলেন, ‘এতে (মেসির সঙ্গে বার্সা বিচ্ছেদ) অনেক বিশাল ক্ষতি হবে। যেমনটা হয়েছিল ক্রিস্টিয়ানো চলে যাওয়ার সময়। কিন্তু অতীত নিয়ে পড়ে থাকলে চলবে না। এটা ফুটবল আর এভাবেই চলতে হয়। মেসি চলে গেলে লা লিগার সম্মনের বড় ক্ষতি হবে, কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে। অন্য খেলোয়াড়রাও তারকা হয়ে উঠবে।’ সদ্য বিদায়ী মৌসুমে লা লিগার শিরোপা জেতা রিয়াল দলের এই সদস্য আরও বলেন, ‘যখন রোনালদো চলে গেল, একইরকম ঘটনা ঘটেছিল। তাকে ছাড়াই এগিয়ে গেছে রিয়াল মাদ্রিদ। বার্সা ও লা লিগার ক্ষেত্রেও তাই হবে।’