News71.com
 Sports
 04 Sep 20, 07:21 PM
 551           
 0
 04 Sep 20, 07:21 PM

বাফুফে নির্বাচনের তফসিল ঘোষণা॥

বাফুফে নির্বাচনের তফসিল ঘোষণা॥

স্পোর্টস ডেস্কঃ তফসিল ঘোষণা করা হলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন নির্বাচনের। ৩ অক্টোবর দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ২১টি পদের জন্য ভোটাধিকার প্রয়োগ করবেন ১৩৯ জন ডেলিগেট। এর আগে নির্বাচনী কার্যক্রমে অংশ নিতে মনোনয়ন পত্র কিনতে পারবেন সেপ্টেম্বরের ৫ তারিখ থেকে। আর জমা দেয়া যাবে ৮ তারিখ পর্যন্ত। ১৩ তারিখ সব কিছু নিষ্পত্তি করে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করবেন রিটার্নিং কর্মকর্তা।শুনশান বাফুফেতে প্রাণের সঞ্চার। নির্বাচনী ডামাডোলে ভরপুর মতিঝিলের ভবন পাড়া। প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিনের সঙ্গে, দুই কমিশনার মাহফুজুর রহমান সিদ্দিকী এবং মোতাহার হোসেন সাজুর দীর্ঘ ১ ঘণ্টা বৈঠকের পর, চূড়ান্ত হলো নির্বাচনী তফসিল।তেসরা অক্টোবর যে নির্বাচনী ভোট গ্রহণ কার্যক্রম হবে, তার আনুষঙ্গিক কাজগুলোর জন্য নির্দিষ্ট করা হলো তারিখ এবং সময়। প্রার্থী হতে চাইলে মনোনয়ন পত্র সংগ্রহ করতে হবে বাফুফের হিসাব শাখা থেকে। ৫ সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বর, প্রতিদিন ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। সংগৃহীত পত্র জমা দেয়ার তারিক ৮ই সেপ্টেম্বর।যে কোন প্রার্থী অথবা তার মনোনয়ন পত্রের তথ্য নিয়ে আপত্তি জানানো যাবে ৯ সেপ্টেম্বর। আর বাছাই কার্যক্রম চলবে ৯ তারিখ বিকেল ৩টা থেকে শেষ না হওয়া পর্যন্ত। মনোনয়ন পত্র কেনার পরও কেউ যদি নির্বাচন থেকে সরে দাঁড়াতে চান তাদের জন্য সুযোগ থাকছে ১২ তারিখ পর্যন্ত।সব সমস্যা সমাধানের পর ১৩ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা ঝুলিয়ে দেয়া হবে বাফুফের নোটিশ বোর্ডে। করোনার কারণে ভোট গ্রহণের দিন মানতে হবে স্বাস্থ্যবিধি। দেয়া হবে আসন বিন্যাস। অপরিহার্য থাকবে মাস্ক পরিধান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন