News71.com
 Sports
 04 Sep 20, 07:18 PM
 544           
 0
 04 Sep 20, 07:18 PM

অলরাউন্ডার ক্রিকেটার সাকিবের করোনা নেগেটিভ॥ বিকেএসপিতে অনুশীলনে কোন নেই বাধা

অলরাউন্ডার ক্রিকেটার সাকিবের করোনা নেগেটিভ॥ বিকেএসপিতে অনুশীলনে কোন নেই বাধা

স্পোর্টস ডেস্কঃ করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় নেগেটিভ বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তাই বিকেএসপিতে অনুশীলনে নামতে তার আর কোনো বাধা নেই। বৃহস্পতিবার বনানীতে নিজের বাসা থেকেই বিকেলে করোনা টেস্টের জন্য নমুনা দিয়েছিলেন। আজ শুক্রবার বিকেল পাঁচটার দিকে রিপোর্ট ‘নেগেটিভ’ এসেছে। ফলে বিকেএসপিতে অনুশীলনে যোগ দিতে আর কোনো ঝামেলা নেই সাকিবের। আগামীকাল শনিবার বিকেএসপি যাবেন তিনি। সেখানে ৪ থেকে ৫ সপ্তাহ নিবিড় অনুশীলন করবেন।

এদিকে আগামী ২৯ অক্টোবর আইসিসির এক বছরের নিষেধাজ্ঞা থেকে মুক্ত হচ্ছেন সাকিব। তাকে আবার শ্রীলঙ্কা সফরে দ্বিতীয় টেস্টে খেলানোর কথা ভাবা হচ্ছে। বিকেএসপির একান্ত অনুশীলনটা মূলত সে লক্ষ্যেই। সিরিজের খসড়া সূচি অনুযায়ী প্রথম টেস্ট হওয়ার কথা ২৩ অক্টোবর, ভেন্যু ক্যান্ডি। একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলবে ৩১ অক্টোবর। কলম্বোতে দুই দল শেষ টেস্ট খেলবে ৮ নভেম্বর

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন